বাতায়ন/ত্রৈসাপ্তাহিক সংখ্যা/বরষা/গল্পাণু/২য় বর্ষ/১৪তম/১৪ই ভাদ্র,
১৪৩১
বরষা | গল্পাণু
কল্যাণ গঙ্গোপাধ্যায়
সুর
"তাদের দেখা হল প্রায় তিরিশ বছর বাদে। সেদিন বেকার বিতানের হাতে ছাড়তে চায়নি সুছন্দার বাবা-মা। কত জমে থাকা কথা শুরু করার আগেই বিতানের ফোন বেজে উঠল।"
বিতানের মুখোমুখি হতেই হাতের ব্যাগ সামলে সুছন্দা বলল, ‘তুমি!’
বিতানও এতদিন বাদে সুছন্দাকে দেখে অবাক। মাসখানেক হল সে বিদেশের পাট চুকিয়ে এখন কলকাতায়।
বিতানও এতদিন বাদে সুছন্দাকে দেখে অবাক। মাসখানেক হল সে বিদেশের পাট চুকিয়ে এখন কলকাতায়।
হেসে বলল, ‘ব্যাগ
দুটো আমাকে দাও।’
‘দরকার নেই। আমার অসুবিধা হচ্ছে না।
বিতান বলল,
‘একদিন তোমার ভার বইতে পারিনি, এখন ব্যাগ
দুটির পারব। চারিদিকে যা ভিড়! কোথাও বসবে?’
দুজনে কফির টেবিলে। মাঝখানে তিনফুট দূরত্ব। তাদের দেখা হল প্রায় তিরিশ বছর
বাদে।
সেদিন বেকার বিতানের হাতে ছাড়তে চায়নি সুছন্দার বাবা-মা। কত জমে থাকা কথা শুরু করার আগেই বিতানের ফোন বেজে উঠল। রিংটোনে সুছন্দার পছন্দের গান। দুজনে দেখা হল...
বিতান বলল,
‘গিন্নি খোঁজ করছে।’
‘দরকার নেই। আমার অসুবিধা হচ্ছে না।
সেদিন বেকার বিতানের হাতে ছাড়তে চায়নি সুছন্দার বাবা-মা। কত জমে থাকা কথা শুরু করার আগেই বিতানের ফোন বেজে উঠল। রিংটোনে সুছন্দার পছন্দের গান। দুজনে দেখা হল...
***
No comments:
Post a Comment