প্রাপ্তমনস্কদের পত্রিকা

মননশীল কলমকে উৎসাহ দিতে... পড়ুন, পড়ান, আপনার মূল্যবান মতামত দিন।

রং | প্রতিজ্ঞা

  বাতায়ন/ রং /সম্পাদকীয়/২য় বর্ষ/ ৩ ২তম সংখ্যা/ ২৯শে ফাল্গুন ,   ১৪৩১ রং | সম্পাদকীয়   প্রতিজ্ঞা "নির্ভীক একটি ফুলের মতো মেয়েকে চরম লাল...

Saturday, August 31, 2024

বরষা | কবিতাগুচ্ছ | রাম বসু | জয়তী

বাতায়ন/ত্রৈসাপ্তাহিক সংখ্যা/বরষা/কবিতা/২য় বর্ষ/১তম/১৪ই ভাদ্র, ১৪৩১

কবিতাগুচ্ছ

রাম বসু

জয়তী


হাতে হাত রেখে বললে
একটা কথা শোনাতে এলাম
আমি বেঁচে আছি।

এয়োতির চিহ্ন নিয়ে দিগন্ত তখন বাসর উন্মুখ
তখন আবীর উড়িয়ে অরণ্যের যূথবদ্ধ নাচ
আমার অস্তিত্ব-বীণার অকস্মাৎ মত্ত আলাপ
তবু তোমার দিকে তাকাতে সাহস হয়নি।

ইতিমধ্যে কত নদী মজে গেছে, রিক্ত বনস্পতি
অতীতের নির্জীব অভিযেগে মৌন
অনাবৃষ্টিতে দগ্ধ কত বাড়ন্ত অঙ্কুর
অদৃশ্য বাণে ছিন্নভিন্ন শালিক দু’চোখ।

কী করে বাঁচলে তুমি?
তুমি কি শিরায় সঞ্চয় করেছ আদিম আগুন
পৃথিবীর অন্ধকার গর্ভ থেকে এনেছ উজ্জীবনের গান
শস্যের প্রান্ত থেকে হরিৎ স্বপ্ন, ছিনিয়ে নিয়েছ
পাখির কণ্ঠ থেকে সুরের সন্মোহন
তাই কি তুমি বিষ-নীল পাঁকে শান্ত শ্বেতপদ্ম?

তোমার দিকে তাকাতে পারিনি
মাথা নিচু করে বললাম
তুমি জয়তী, তুমি বেঁচে থেকো।

আমি অসম্পূর্ণ; আমি দূর থেকে দেখি
প্রত্যয়ের তারা তুমি সোহাগা আকাশে
নিচে ফেন-চূড় ঢেউ-এর আঘাতে ক্ষুব্ধ সাগর
আমি ডুবুরী, আমি রুক্ষ নীল শব্দের সাগরে
ডুব দিয়ে যাই; যদি পাই কথার মানিক
এই অপরাজিতা আকাশের তলায়, তবে
শান্ত নম্র গলায় বলব
নাও, জয়তী, আমার ভালোবাসার দান
আমায় ধন্য করো।
 

1 comment:

  1. সঙ্ঘমিত্রাSeptember 5, 2024 at 11:05 AM

    শেষ স্তবক অসামান্য। ওনাকে প্রণাম।এতো সুন্দর শব্দচয়নে মুগ্ধ হয়ে গেলাম।

    ReplyDelete

মোহিনীমায়া


Popular Top 10 (Last 7 days)