প্রাপ্তমনস্কদের পত্রিকা

মননশীল কলমকে উৎসাহ দিতে... পড়ুন, পড়ান, আপনার মূল্যবান মতামত দিন।

রং | প্রতিজ্ঞা

  বাতায়ন/ রং /সম্পাদকীয়/২য় বর্ষ/ ৩ ২তম সংখ্যা/ ২৯শে ফাল্গুন ,   ১৪৩১ রং | সম্পাদকীয়   প্রতিজ্ঞা "নির্ভীক একটি ফুলের মতো মেয়েকে চরম লাল...

Saturday, August 31, 2024

বরষা | বৃক্ষরোপণ | কমলকুমার মণ্ডল

বাতায়ন/ত্রৈসাপ্তাহিক সংখ্যা/বরষা/গল্পাণু/২য় বর্ষ/১তম/১৪ই ভাদ্র, ১৪৩১

বরষা | গল্পাণু

কমলকুমার মণ্ডল

বৃক্ষরোপণ


"পার্থেনিয়ামের ফুলগুলি হাসছে। টিকে থাকবে এরা। সদ্য লাগানো গাছগুলো ঘুমিয়ে পড়বে একদিন। একই জায়গায় আরো কত চারাগাছ লাগানো হবে। ওরাও টিকে থাকবে, তবে সমাজ মাধ্যমেহাসিমুখে!"


নৈঋত হন্তদন্ত হয়ে বাড়ি থেকে বেরিয়ে ক্লাবের দিকে রওনা দিল। গোটা পঞ্চাশের মতো চারাগাছ ইতিমধ্যেই নিয়ে আসা হয়েছে। দিন কয়েক আগেই কয়েকজন মিলে জায়গা দেখে এসেছে শহরের গলি-ঘুপচিতে।

চারিদিকে কংক্রিটের জঙ্গল। শহরের খেলারমাঠ আর ইতিউতি শিশুউদ্যানগুলি আগাছার দখলে। পার্থেনিয়ামের উপদ্রব ইদানিং বেশ বেড়েছে। তাই মুখ ভার।

নৈঋতরা ছ-সাতজন মিলে সদ্য লাগানো চারাগাছটিকে ঘিরে হাসিমুখে দাঁড়িয়ে। মোবাইল ক্যামেরায় বন্দি অসংখ্য সুদৃশ্য ছবি।

ছোট গুমটি দোকানের চক্কত্তিমশাই আনন্দ পায় এসব দেখে। গা-সওয়া হয়ে গেছে তার। ছবি তোলার এমন হিড়িক পুরো মরসুম জুড়ে দেখবে।

পার্থেনিয়ামের ফুলগুলি হাসছে। টিকে থাকবে এরা। সদ্য লাগানো গাছগুলো ঘুমিয়ে পড়বে একদিন। একই জায়গায় আরো কত চারাগাছ লাগানো হবে। ওরাও টিকে থাকবে, তবে সমাজ মাধ্যমে! হাসিমুখে!
 

***

1 comment:

মোহিনীমায়া


Popular Top 10 (Last 7 days)