বাতায়ন/ত্রৈসাপ্তাহিক সংখ্যা/বরষা/কবিতাণু/২য়
বর্ষ/১৪তম/১৪ই ভাদ্র, ১৪৩১
বরষা | কবিতাণু
সৌমিত্র উপাধ্যায়
শ্লোগান ও অন্যান্য
শ্লোগান
ঝগড়া করে একে অপরে
দুনিয়ায় বেঁচে যত কৃশকায়
পরজীবীতার উঠছে শ্লোগান
এ পৃথিবী ঘুরছে শুধু আসক্তি বিলিয়ে...
দুঃখের রং পীত
হলুদ ঘাসের শিষ ঝরে যাবে নিঃশেষে
দুহাত ছড়িয়ে বলে দুঃখের রং পীত
ফিরতি পথে একদিন এমনই ঝড়ের বেগ
গর্জনে গলে গেছে তুষারের ভিত
বুকের মধ্যে জমা ঢেউ
দুহাত ছড়িয়ে বলে দুঃখের রং পীত
ফিরতি পথে একদিন এমনই ঝড়ের বেগ
গর্জনে গলে গেছে তুষারের ভিত
বুকের মধ্যে জমা ঢেউ বর্ষপ্রাচীন
তুলতুলে সাদা ফেনা, স্বপ্নের অতীত...
যদি জানতেম
অলস গুটিয়ে যায় দিবাস্বপ্নে
অস্থির ঝিনুক যেন অরক্ষিত প্রেম
গল্পের শুরু আর শেষ বিজিতের ক্লেশ
আড়ম্বরের বাঁধ ভেঙে রক্তক্ষয়
গগনচুম্বী ঢেউ কুয়াশার
ভেসেছিল মেঘের ভেলায়
ভালবাসা ফুল হয়ে ফুটেছিল
যদি জানতেম...
দিনরাত ভাঙে বাঁধ
শ্রাবণ প্লাবন অকাতর ঢল
এলোমেলো পায়ে মৃতপ্রায়
জল জঙ্গল ভেবে হেঁটেছে শাবক
পায়ে পায়ে হোলো নস্যাৎ শখের বাতাস
আষাঢ়ের সুর কেটেছে অবিরাম
ছিল না কসুর তবু দিনরাত ভাঙে বাঁধ
প্রবল তুষারপাতে ভেসেছে মরু
এভাবেই ধোঁয়াধুলো মেখে কেটেছে মেয়াদ...
দুনিয়ায় বেঁচে যত কৃশকায়
পরজীবীতার উঠছে শ্লোগান
এ পৃথিবী ঘুরছে শুধু আসক্তি বিলিয়ে...
দুঃখের রং পীত
দুহাত ছড়িয়ে বলে দুঃখের রং পীত
ফিরতি পথে একদিন এমনই ঝড়ের বেগ
গর্জনে গলে গেছে তুষারের ভিত
বুকের মধ্যে জমা ঢেউ
দুহাত ছড়িয়ে বলে দুঃখের রং পীত
ফিরতি পথে একদিন এমনই ঝড়ের বেগ
গর্জনে গলে গেছে তুষারের ভিত
বুকের মধ্যে জমা ঢেউ বর্ষপ্রাচীন
তুলতুলে সাদা ফেনা, স্বপ্নের অতীত...
যদি জানতেম
অস্থির ঝিনুক যেন অরক্ষিত প্রেম
গল্পের শুরু আর শেষ বিজিতের ক্লেশ
আড়ম্বরের বাঁধ ভেঙে রক্তক্ষয়
গগনচুম্বী ঢেউ কুয়াশার
ভেসেছিল মেঘের ভেলায়
ভালবাসা ফুল হয়ে ফুটেছিল
যদি জানতেম...
দিনরাত ভাঙে বাঁধ
এলোমেলো পায়ে মৃতপ্রায়
জল জঙ্গল ভেবে হেঁটেছে শাবক
পায়ে পায়ে হোলো নস্যাৎ শখের বাতাস
আষাঢ়ের সুর কেটেছে অবিরাম
ছিল না কসুর তবু দিনরাত ভাঙে বাঁধ
প্রবল তুষারপাতে ভেসেছে মরু
এভাবেই ধোঁয়াধুলো মেখে কেটেছে মেয়াদ...
No comments:
Post a Comment