বাতায়ন/ত্রৈসাপ্তাহিক সংখ্যা/বরষা/কবিতা/২য় বর্ষ/১৪তম/১৪ই ভাদ্র,
১৪৩১
বরষা | কবিতা
স্মরজিৎ ব্যানার্জি
বর্ষা যাপন
মেঘের উপর মেঘ জমেছে
অঝোর ধারায় বৃষ্টি
গাছের পাতায় জল জমেছে আর চলে না দৃষ্টি,
জানলা দিয়ে আকাশ দেখি হয়তো বা আনমনা
মেঘের চাদর সরিয়ে হঠাৎ আসছে আলোর কণা।
গাছের পাতায় জল জমেছে আর চলে না দৃষ্টি,
জানলা দিয়ে আকাশ দেখি হয়তো বা আনমনা
মেঘের চাদর সরিয়ে হঠাৎ আসছে আলোর কণা।
বৃষ্টি ভেজা আকাশটাকে
অন্যরকম দেখি
কালো মেঘের উপর সাদা বকের আঁকিবুঁকি,
হঠাৎ করেই বৃষ্টি নামে বাড়ি ফেরার তাড়া
মেঘপাড়াতে আজকে যেন পড়ে গেছে সাড়া।
জল জমেছে চলন বিলে হালকা স্রোতের টান
ঈশান মাঝি আজ ধরেছে ভাটিয়ালি গান,
ঘরের কোণে একলা বসি আকাশ কালো তখন
নিজের সাথে হয়তো বা আজ নিজের বর্ষা যাপন।
কালো মেঘের উপর সাদা বকের আঁকিবুঁকি,
হঠাৎ করেই বৃষ্টি নামে বাড়ি ফেরার তাড়া
মেঘপাড়াতে আজকে যেন পড়ে গেছে সাড়া।
জল জমেছে চলন বিলে হালকা স্রোতের টান
ঈশান মাঝি আজ ধরেছে ভাটিয়ালি গান,
ঘরের কোণে একলা বসি আকাশ কালো তখন
নিজের সাথে হয়তো বা আজ নিজের বর্ষা যাপন।
No comments:
Post a Comment