বাতায়ন/ত্রৈসাপ্তাহিক সংখ্যা/বরষা/কবিতা/২য় বর্ষ/১৪তম/১৪ই ভাদ্র,
১৪৩১
বরষা | কবিতা
শম্পা সামন্ত
ভেজাও জলধারা বাহে
আমি না পারি রাখতে আমার অপেক্ষা ওই
দুয়ারে,
না পারি সইতে দীর্ঘ দীর্ঘতমদিন।
এসো প্রেম, এসো নবজলধর বৃষ্টি মুখর নয়ন লোভন।
জলছল ছল চোখে একবার দেখি।
একবার অশ্রু ঝরে পড়ুক ভূমায়।
হর্ষিত ভূমি গেঁথে নিক জুঁই, মল্লিকার
মালা।
তপ্ততপনঘন আকাশ থেকে সমস্ত উষ্মা উড়িয়ে
নিক
শীতল বাতাস।
তন্নিষ্ঠ বায়ু আসুক। খেলা করুক শরীরে আমার।
আমি তার হাত ধরে জড়িয়ে নেব নবপ্রভাতের
আলো।
প্রকৃতির যত রাধা শিখে নিক অভিসার।
পা চিপে, মঞ্জির বন্ধক রেখে, গাগরির বারি ঢেলে সম্বৎসরের অনুশীলনের সমাপনে এসো।
এই আমি তৃষার্ত ঠোঁট পেতেছি তোমার
অধরতলে।
দাও এবার, ঢালো হৃদয় নিঃসৃত সুধা।
আমি ভিজতে জানি না। ভেজাও তোমার সোহাগে, ভেজাও তোমার অঙ্গরাগে।
আমি আপাদ ভিজতে চাই জলধারা প্রবাহে।
এসো প্রেম, এসো নবজলধর বৃষ্টি মুখর নয়ন লোভন।
একবার অশ্রু ঝরে পড়ুক ভূমায়।
শীতল বাতাস।
তন্নিষ্ঠ বায়ু আসুক। খেলা করুক শরীরে আমার।
প্রকৃতির যত রাধা শিখে নিক অভিসার।
পা চিপে, মঞ্জির বন্ধক রেখে, গাগরির বারি ঢেলে সম্বৎসরের অনুশীলনের সমাপনে এসো।
দাও এবার, ঢালো হৃদয় নিঃসৃত সুধা।
No comments:
Post a Comment