বাতায়ন/ত্রৈসাপ্তাহিক/কবিতা/২য়
বর্ষ/১৫তম সংখ্যা/শারদ/১১ই আশ্বিন, ১৪৩১
শারদ | কবিতা
বীথি চট্টোপাধ্যায়
বৃষ্টিপাতের পরে যেটা ভীষণ মনে পড়ে...
কোনও দোকানে পাওয়া যাবেনা বৃষ্টি আর মেঘ,
শপিং মলে সাজানো নেই হাওয়ার গতিবেগ।
বৃষ্টি যদি না আসে তবে কোথায় যাবে লোকে
পয়সা দিয়ে কেনা যাবেনা আকাশ থেকে ওকে।
প্রতিটি দিন সূর্যালোক পেয়েছি এমনিতে
চাঁদের আলো হঠাৎ এসে বলেনি দাম দিতে।
পয়সা দিয়ে পাইনি কেউ ঝড়ের যাওয়া আসা;
যেমন ভাবে কেনা যায়না মায়ের ভালোবাসা।
ছুটি নেয়না জোয়ার ভাটা সমুদ্রের ঢেউ;
সূর্য ওঠে এমনিতেই ভেবে দেখেছি কেউ?
বৃষ্টি ঝেঁপে আসার পরে দিতে হয়নি দাম;
মানেটা যদি না-বুঝি তবে ভালোনা পরিণাম৷
শপিং মলে সাজানো নেই হাওয়ার গতিবেগ।
বৃষ্টি যদি না আসে তবে কোথায় যাবে লোকে
পয়সা দিয়ে কেনা যাবেনা আকাশ থেকে ওকে।
চাঁদের আলো হঠাৎ এসে বলেনি দাম দিতে।
পয়সা দিয়ে পাইনি কেউ ঝড়ের যাওয়া আসা;
চমৎকার লাগলো 🙏
ReplyDeleteদুর্দান্ত
ReplyDeleteসত্যিই তো! ভেবে দেখা হয়নি এমনভাবে ।
ReplyDelete