বাতায়ন/ত্রৈসাপ্তাহিক/কবিতা/২য়
বর্ষ/১৫তম সংখ্যা/শারদ/১১ই আশ্বিন, ১৪৩১
শারদ | কবিতা
অমিতাভ গুপ্ত
অ্যাক্ট ফোর ১৮২৯
রামমোহন রায়ের ভাষাব্যবহারের মতো জটিল
নথিপত্র ছড়িয়ে আছে টেবিলে। ঝুঁকে, দেখছেন শ্রীযুক্ত বেন্টিঙ্ক
একটি চিতার আগুন নিভতে-না-নিভতেই জ্বলে
ওঠে
আরো একটি চিতা। একটি নারীশরীর পুড়ে ছাই হতে না হতেই
টেবিলের অন্যদিকে রূপ কানোয়ার
২
সিঁদুরের হাসি মুছে দিয়ে আর আলতাপাতার কথা
একটু লুকিয়ে রাখলে তোমার সতীদাহপ্রবণতা
কুমারীবধূর মনে জেগে ওঠে। অস্বচ্ছ শ্মশানের
আঁধারে ছায়ায় ভারতবর্ষ রূপার্ত অভিমানে
বোবা চোখে চেয়ে থাকে
নথিপত্র ছড়িয়ে আছে টেবিলে। ঝুঁকে, দেখছেন শ্রীযুক্ত বেন্টিঙ্ক
আরো একটি চিতা। একটি নারীশরীর পুড়ে ছাই হতে না হতেই
টেবিলের অন্যদিকে রূপ কানোয়ার
সিঁদুরের হাসি মুছে দিয়ে আর আলতাপাতার কথা
একটু লুকিয়ে রাখলে তোমার সতীদাহপ্রবণতা
কুমারীবধূর মনে জেগে ওঠে। অস্বচ্ছ শ্মশানের
আঁধারে ছায়ায় ভারতবর্ষ রূপার্ত অভিমানে
বোবা চোখে চেয়ে থাকে
No comments:
Post a Comment