বাতায়ন/ত্রৈসাপ্তাহিক/কবিতা/২য়
বর্ষ/১৫তম সংখ্যা/শারদ/১১ই আশ্বিন, ১৪৩১
শারদ | কবিতা
তুষার ভট্টাচাৰ্য
মন ভাল নেই
শিউলি ফুল ছড়িয়ে গেলে
কৈলাসের নীলিম আকাশ থেকে
নীলকণ্ঠ পাখি উড়ে এলে
চারপাশে ঢাকের বাদ্য বাজলেও
দেবী তোমার মায়াবী মুখ দেখতে
যাব না—
এখনও বিচার পায়নি কন্যা
আমাদের তিলোত্তমা
আর কবে বিচার পাবে বল দেবী আর কবে?
নারীঘাতী পাষণ্ড হিংস্র
অসুরেরা আর কবে শাস্তি পাবে?
বিচার না পেলে বাংলার শহর
গাঁ-গঞ্জের কোথাও এই শরতে বাজবে না;
জগৎজননী ত্রিনয়নী দেবী তোমার
আলোকিত মায়াবী মুখ
দেখব না দেখব না।
কৈলাসের নীলিম আকাশ থেকে
নীলকণ্ঠ পাখি উড়ে এলে
চারপাশে ঢাকের বাদ্য বাজলেও
দেবী তোমার মায়াবী মুখ দেখতে
যাব না—
আর কবে বিচার পাবে বল দেবী আর কবে?
দেখব না দেখব না।
No comments:
Post a Comment