প্রাপ্তমনস্কদের পত্রিকা

মননশীল কলমকে উৎসাহ দিতে... পড়ুন, পড়ান, আপনার মূল্যবান মতামত দিন।

দ্বিধা | বিপুল রায়

বাতায়ন/মাসিক/কবিতা/২য় বর্ষ/১৮তম সংখ্যা/২৩শে কার্ত্তিক , ১৪৩১ চৈতালী চট্টোপাধ্যায় সংখ্যা | কবিতা বিপুল রায় দ্বিধা তুমি সেই তুমিই আছ...

Saturday, September 28, 2024

শারদ | সংশয় | সৈয়দ হাসমত জালাল

বাতায়ন/ত্রৈসাপ্তাহিক/কবিতা/২য় বর্ষ/১৫তম সংখ্যা/শারদ/১১ই আশ্বিন, ১৪৩১

শারদ | কবিতা

সৈয়দ হাসমত জালাল

সংশয়


যদি ভালোবাসো, এত সংশয় কেন গাঢ় কুয়াশার মতো
আচ্ছন্ন করেছে পথ, দৃষ্টিও রুদ্ধ বুঝি-বা, দু'চোখ আনত,
মিলিয়ে গিয়েছে দূরে বিষণ্ণ স্বর, বৃষ্টিতে মেঘনির্ঘোষে,
একলা হৃদয় হাহাকার করে মধ্যরাতের অশ্রুত মালকোষে

অভিমান! ভুলে গেলে দূরে প্রতীক্ষমাণ কবির ভুবন
শাদা পৃষ্ঠায় পড়েছে নির্জন ছায়া, রাত জাগে তাহারা দু'জন
কবি ও কবির ছায়া, শব্দে-অক্ষরে লীন বাহিরের চরাচর
অনুযোগহীন, বিষাদনিমগ্ন, বোধের ভিতরে শুধু এ ভরা বাদর

প্রেমের মুরতিখানি গড়ে যায় কবি, কোথা ঈর্ষার কোলাহল
একাগ্র বিশ্বাসে বাঁধে তিমিরবিনাশী গান, সুস্থির, অবিচল,
আঁকে ফুলে ও কাঁটায় আকীর্ণ দিগন্তপথ, দুঃখের অর্জন
তবু ভালোবাসা, মানবজন্ম যতদূর, শুধু নিজেকেই উৎসর্জন

যদি ভালোবাসো, বৃষ্টিকুয়াশা ছিঁড়ে যদি বাড়াও নিঃশঙ্ক হৃদয়,
তুচ্ছ হয়ে আসে দ্বিধা-দ্বন্দ্ব, ছিন্ন দ্বেষ, সামান্য জয়-পরাজয়
 

No comments:

Post a Comment

মোহিনীমায়া


Popular Top 10 (Last 7 days)