বাতায়ন/ত্রৈসাপ্তাহিক/কবিতা/২য়
বর্ষ/১৫তম সংখ্যা/শারদ/১১ই আশ্বিন, ১৪৩১
শারদ | কবিতা
চৈতালী চট্টোপাধ্যায়
শারদীয়া
আকাশ, ভৈরবীর সুর।
কিন্তু বাতাসে আমিষগন্ধ...
এত রক্ত কেন!
জল কেন উপচে উঠছে চোখে!
উনকোটি উপাচার জড়ো হল!
শুধু, খুন-হয়ে-যাওয়া মেয়েটির আর দুর্গাপুজো দেখা হল না
এত রক্ত কেন!
জল কেন উপচে উঠছে চোখে!
উনকোটি উপাচার জড়ো হল!
শুধু, খুন-হয়ে-যাওয়া মেয়েটির আর দুর্গাপুজো দেখা হল না
শুধুই দীর্ঘশ্বাস আর বিচারের আশ্বাস... খুব ভালো লাগলো।
ReplyDelete