বাতায়ন/ত্রৈসাপ্তাহিক/কবিতা/২য়
বর্ষ/১৫তম সংখ্যা/শারদ/১১ই আশ্বিন, ১৪৩১
শারদ | কবিতা
কল্যাণ গঙ্গোপাধ্যায়
দুঃস্বপ্ন
সব যদি ভুলে যাওয়া যেত
এইসব ফুল পাখি শিশুদের কলরব
তাহলে মুক্তি পেত যন্ত্রণায়
দগ্ধ হওয়া চেতনার স্তর
কেন যে চেয়েছি এক সুস্থ পৃথিবী!
এই কথা ভেবে শুধু আপশোশ হয়
যাদের হৃদয় আজ ছিন্ন হল
তারা কী ফেরার পথ পাবে?
চারিদিকে উল্লাস,
লুটেরা দলের
যে কথা বলতে চাই,
উলটে দেয় পাশা
মানুষের আর কোনো আশা নেই
তাদের থাকে না কোনো সুরক্ষা বলয়!
যারা থাকে মত্ত হয়ে রাতের নেশায়
তারাই প্রতিদিন রক্ত হাতে মাখে
পুরোনো দেয়ালের মতো, ছেঁড়া ক্যানভাসে
এঁকে রাখে দুঃস্বপ্নের ভয়াল কটু কথা
এইসব ফুল পাখি শিশুদের কলরব
তাহলে মুক্তি পেত যন্ত্রণায়
দগ্ধ হওয়া চেতনার স্তর
এই কথা ভেবে শুধু আপশোশ হয়
তারা কী ফেরার পথ পাবে?
তাদের থাকে না কোনো সুরক্ষা বলয়!
তারাই প্রতিদিন রক্ত হাতে মাখে
পুরোনো দেয়ালের মতো, ছেঁড়া ক্যানভাসে
No comments:
Post a Comment