বাতায়ন/ত্রৈসাপ্তাহিক/কবিতা/২য়
বর্ষ/১৫তম সংখ্যা/শারদ/১১ই আশ্বিন, ১৪৩১
শারদ | কবিতা
অজয় দেবনাথ
মানুষ
চোরাস্রোত ছড়িয়ে পড়ছে সর্বত্র, আতঙ্কের
চোরাস্রোত…
নিরাপত্তাহীনতা, রোজগার হারানো, অযোগ্যের হাতে সম্মান খোয়ানো
পাড়ায়-পাড়ায় শহরে-নগরে গ্রামে-গঞ্জে কোথাও নিস্তার নেই আর
এভাবেই চলবে, চলতে পারে?
চতুর্দিকে ধূর্ত শৃগাল, হায়েনা, নারীমাংসভোগী পশুদের দল
তবু— কেউ প্রতিরোধ করতে পারছে না
বর্ষা আসে, শারদ আসে, ঘুরে-ঘুরে বছর
আসে-যায়…
কুকুরের পেটে কুকুরের বাচ্চাই জন্ম নেয়
শুধু…
অসহায় মানুষ অজানা, অচেনা অবতারের
আশায় বসে থাকে
গণজাগরণের জমি বিষিয়ে গেছে বোধহয়
হায়! একটা মানুষও আর জন্মায় না!
নিরাপত্তাহীনতা, রোজগার হারানো, অযোগ্যের হাতে সম্মান খোয়ানো
পাড়ায়-পাড়ায় শহরে-নগরে গ্রামে-গঞ্জে কোথাও নিস্তার নেই আর
চতুর্দিকে ধূর্ত শৃগাল, হায়েনা, নারীমাংসভোগী পশুদের দল
তবু— কেউ প্রতিরোধ করতে পারছে না
কুকুরের পেটে কুকুরের বাচ্চাই জন্ম নেয়
শুধু…
গণজাগরণের জমি বিষিয়ে গেছে বোধহয়
বড় বাস্তবিক, যথার্থ সৃষ্টি❗
ReplyDeleteহ্যাঁ দীপকদা, যথার্থ মানুষ যেন হারিয়ে যাচ্ছে। কবে যে এর পরিবর্তন হবে!
Deleteঅসাধারন প্রতিবাদের ভাষা। বিবেক যদি একবার হারিয়ে যায়, ফিরে পাওয়া বড়ই কঠিন। শেষ বেলার দেখা,এর নাম দর্শন।
ReplyDeleteতপু রায়।
ঠিক বলেছেন দিদি।
DeleteOsadharon. Nila.
ReplyDeleteধন্যবাদ নীলা, পাশে থাকবেন।
Delete