বাতায়ন/ত্রৈসাপ্তাহিক/কবিতাণু/২য়
বর্ষ/১৫তম সংখ্যা/শারদ/১১ই আশ্বিন, ১৪৩১
শারদ | কবিতাণু
জয়িতা
বসাক
তিলোত্তমার প্রতি
অপরাধ
সন্ধ্যা নামতেই একটা অপরাধ
ট্রামলাইন পেরিয়ে
হেঁটে যায় মর্গের হিমশীতল কুঠুরির নীল উষ্ণতায়
গলিত রাত্রির দেহে লেখে ধর্ষণের ঘৃণ্য অধ্যায়
আগুন
সিগারেটে নয়, এ আগুন ছড়িয়ে দাও আরও দূরে
যেখানে শিউলি ফোটার আগেই
থেমে গেছে রাত
বিজয়লিপি
একদিন সব প্রতিবাদ থেমে
গেলে
এসো, আমরা আবার মেঘ হয়ে যাই
বৃষ্টির জলজ ফোঁটায় লিখে
রেখে দিই
রাজপথের আগুনরঙা বিজয়লিপি
দাহ্য
দু-এক পশলা আনন্দ ধুয়ে
এখন ঝড় আঁকি
প্রজাপতির রঙিন ডানায় যারা মৃত্যু লেখে
তাদের সংহারে সংগ্রহ করি আগুন জোট
হেঁটে যায় মর্গের হিমশীতল কুঠুরির নীল উষ্ণতায়
গলিত রাত্রির দেহে লেখে ধর্ষণের ঘৃণ্য অধ্যায়
এসো, আমরা আবার মেঘ হয়ে যাই
প্রজাপতির রঙিন ডানায় যারা মৃত্যু লেখে
তাদের সংহারে সংগ্রহ করি আগুন জোট
ছোট ছোট কবিতায় মনের ভাবটি ফুটেছে।
ReplyDeleteছোট ছোট কবিতায় মনের ভাবটি ফুটেছে।
ReplyDeleteধন্যবাদ জানাই।
ReplyDelete