প্রাপ্তমনস্কদের পত্রিকা

মননশীল কলমকে উৎসাহ দিতে... পড়ুন, পড়ান, আপনার মূল্যবান মতামত দিন।

রং | প্রতিজ্ঞা

  বাতায়ন/ রং /সম্পাদকীয়/২য় বর্ষ/ ৩ ২তম সংখ্যা/ ২৯শে ফাল্গুন ,   ১৪৩১ রং | সম্পাদকীয়   প্রতিজ্ঞা "নির্ভীক একটি ফুলের মতো মেয়েকে চরম লাল...

Saturday, September 28, 2024

শারদ | পুজো এলেই... | গোবিন্দ মোদক

বাতায়ন/ত্রৈসাপ্তাহিক/কবিতা/২য় বর্ষ/১৫তম সংখ্যা/শারদ/১১ই আশ্বিন, ১৪৩১

শারদ | কবিতা

গোবিন্দ মোদক

পুজো এলেই...


পুজো এলেই            নতুন পোশাক
           নতুন সাজগোজ, 
দেদার খুশি             খাওয়া দাওয়া
           রোজই মহাভোজ!
শপিং করা             বেড়াতে যাওয়া
            কাছে কিংবা দূরে, 
ঠাকুর দেখা            সেলফি তোলা
            প্যাণ্ডেলেতে ঘুরে!

পুজো এলেই            বন্ধু নতুন
            একটু মেলামেশা, 
মন ফুরফুর             নতুন আবেশ
            নতুন যেন নেশা!
হোয়াটসঅ্যাপে         ফেসবুকেতেও
             ছবির ছড়াছড়ি,  
রঙিন পোশাক          উড়ু উড়ু মন 
            উড়ছে যেন পরি! 

পুজো এলেই            সিনেমা যাওয়া
           পুজোসংখ্যা কেনা, 
পাড়ায় পাড়ায়          আড্ডা দেদার
            চেনা বা অচেনা! 
রাতের বেলা             ঠাকুর দেখা
            ক্যামেরাতে বাইট, 
কোনটা সেরা            নর্থ না সাউথ
           জোরকদমে ফাইট! 

পুজো এলেই             বল্গা-বিহীন 
            মনখানা বিন্দাস্, 
ঝাড়ি মারা               প্রেমেতে পড়া
          মিটিয়ে মনের আশ! 
আড়চোখেতে            তাকেই দেখা,
            তুমি! নাকি, তুই! 
মনের ভিতর             ফুটতে থাকা
           গোলাপ-বেলি-জুঁই!

পুজো এলেই             পাশের বাড়ির
            মেয়েটি হয় সুন্দরী, 
মনটা যেন               হাকুশ-পুকুশ
            হাতটা একটু ধরি!
মণ্ডপে-তে                ধুনুচি নাচে
            মন কাড়বার চেষ্টা, 
যদিও জোটে             হা-হুতাশন
            অম্লমধুর শেষটা!

পুজো এলেই             মনটা উদাস
          নেইকো কোনো আড়ি, 
নজর কাড়ে              কিশোরী মেয়ে
           পড়লে মায়ের শাড়ি!
পুজো আসে              চিরটা কাল
             চলে একই খেলা, 
বিসর্জনের                বাজনা বাজে 
           মন খারাপের বেলা!
 

No comments:

Post a Comment

মোহিনীমায়া


Popular Top 10 (Last 7 days)