বাতায়ন/ত্রৈসাপ্তাহিক/কবিতা/২য়
বর্ষ/১৫তম সংখ্যা/শারদ/১১ই আশ্বিন, ১৪৩১
শারদ | কবিতা
অলোক মিত্র
বোকা গাধার পিঠে আজও রক্ত জমে আছে
আমার জন্য আলাদা করে কোন
বৃষ্টি হয় না
অথচ কাক চিল শকুন, এরা সবাই বৃষ্টিকে
নিজের মনে করে ভেজে
ভিজতে ভিজতে গান হয়, কান্নার আলাপ
ঘোড়ার পায়ের খুড়ে জমে থাকা
রক্তে
ক্রমশ শ্লথ হতে থাকে শব্দ বর্ণ অক্ষরের নির্মাণ
এ সময়ে তুমিও চলে গেলে
দু ফর্মা কাগজের মলাটে, হঠাৎই থমকে গেল
কয়েক ফোঁটা অন্তরঙ্গ বৃষ্টিপাত
এরপর এরকমই হবে রোজ
আমি গাধার পিঠে অহেতুক বোঝাই করব
আমার যাবতীয় অহংকার
আর মাঝে মধ্যে উত্তপ্ত লোহার শলাকা চিহ্নিত
করবে গাধার পিঠ, তুমি দেখতেও পেলে না
ওদের কটুক্তি, অরক্ষিত প্রহার
গাধার পিঠে ক্রমাগত চাবুক
চালাচ্ছে
অথচ কাক চিল শকুন, এরা সবাই বৃষ্টিকে
ভিজতে ভিজতে গান হয়, কান্নার আলাপ
ক্রমশ শ্লথ হতে থাকে শব্দ বর্ণ অক্ষরের নির্মাণ
দু ফর্মা কাগজের মলাটে, হঠাৎই থমকে গেল
কয়েক ফোঁটা অন্তরঙ্গ বৃষ্টিপাত
আমি গাধার পিঠে অহেতুক বোঝাই করব
আমার যাবতীয় অহংকার
আর মাঝে মধ্যে উত্তপ্ত লোহার শলাকা চিহ্নিত
করবে গাধার পিঠ, তুমি দেখতেও পেলে না
ভালো মন্দ বোঝা বহন করার জন্য ওর পৃথিবীতে আসা। তাই বোধহয় ওর কোন রং নেই । একটাই রঙে রঙিন নাম গাধা।
ReplyDelete