প্রাপ্তমনস্কদের পত্রিকা

মননশীল কলমকে উৎসাহ দিতে... পড়ুন, পড়ান, আপনার মূল্যবান মতামত দিন।

শেষ থেকে শুরু [৫ম পর্ব] | পারমিতা চ্যাটার্জি

বাতায়ন/সাপ্তাহিক/ধারাবাহিক/২য় বর্ষ/১ ৯ তম সংখ্যা/ ৩০শে কার্ত্তিক , ১৪৩১ ধারাবাহিক উপন্যাস পারমিতা চ্যাটার্জি শেষ থেকে শুরু [৫ম পর্ব...

Saturday, September 28, 2024

শারদ | অজয় দেবনাথ ও সঙ্ঘমিত্রা দাস


বাতায়ন/ত্রৈসাপ্তাহিক/কবিতা/২য় বর্ষ/১৫তম সংখ্যা/শারদ/১১ই আশ্বিন, ১৪৩১

শারদ | যুগলবন্দি | অজয় দেবনাথ ও সঙ্ঘমিত্রা দাস

সঙ্ঘমিত্রা দাস

প্রহর গুনছে মন


কতদিন দেখিনি তোমায় বলো
কতদিন তোমার চোখে চোখ রেখে
মিষ্টি সন্ধ্যা হয়নি যাপন।
কতদিন আমার একটা ছোট্ট ডাকে
সব কাজ ফেলে ছুটে আসনি
আমার কাছে,
আমাকে একটিবার দেখার আশায়।
 
দিন বয়ে যায়, কাটে মধুমাস 
বছর ঘুরে আবার ঢাকের বোল
তোমাকে দেখতে পাই না তবু আজ
সামনে তুমি-ভাবে ব্যাকুল মন।
 
চৌকো স্ক্রিনে শব্দেরা আছে বন্দি
তারই মধ্যে একটা দুটো কথা,
ওইটুকুতেই ভালবাসায় ভাসি
আঁচলে বেঁধে তুলে রাখি যত ব্যথা।
 
সময় যায় ফোনের দুপ্রান্তে বসে
কথায় কথায় ছুঁয়ে থাকি দুজনায়,
কখন যেন হয়ে যাই আনমনা
মুখোমুখি হই অলীক কল্পনায়।
 
কতদিন হলো দেখিনি তোমায় বলো 
এবার এসে আমার হাতটি ধরো
অনেক তো হলো এবার পুজোর সাজে
সাজাতে আমায় তুমি ঘরে ফেরো।
 
শারদ | যুগলবন্দি | অজয় দেবনাথ ও সঙ্ঘমিত্রা দাস
অজয় দেবনাথ
লগ্ন

তোমার আঁচলে বাঁধা ব্যথা
সযত্নে তুলে রাখো তুমি
যতই বয়ে যাক মধুমাস কিংবা বর্ষা-শরৎ
আগে সুদিন আসুক, চখাচখির খেলা শুরু হোক আবার
নাহয় ততদিন আর একটু কষ্ট করো
 
আমারও এখনই মন চায়
গোলাপজলে চন্দন গুলে তোমায় স্নান করাই
সাজাই মনের মতো অঙ্গরাগে
তারপর…
মখমলের ফুলশয্যায় অপলক তোমায় দেখি
মুছে যাক দিবানিশির ব্যবধান
মুছে যাক জগৎসংসার
সোহাগ চুম্বনে ভরিয়ে দিই সর্বাঙ্গ
                গভীর আশ্লেষে তুমি…
 
কিন্তু না— এখন কিছুতেই না
আগে শেষ হোক প্রহসন
শুরু হোক নতুন দিন
পৃথিবীর বুকে নেমে আসুক নিরাপত্তার আলো
সেদিন তোমার আঁচলের খুঁট খুলে
আমাকে ভাসিয়ে দিয়ো তোমার ভালবাসায়, আলিঙ্গনে
 

2 comments:

  1. ভালো লিখেছো অজয় দা। সব দিকেই নজর দিয়েছো। খুব ভালো লাগলো।

    ReplyDelete
    Replies
    1. অজয় দেবনাথOctober 9, 2024 at 7:24 AM

      তোমাকে আন্তরিক ধন্যবাদ মৌ। তোমার ভাল লেগেছে জেনে আমারও খুব ভাল লাগল। এভাবেই পাশে থেকো।

      Delete

মোহিনীমায়া


Popular Top 10 (Last 7 days)