বাতায়ন/ত্রৈসাপ্তাহিক/কবিতাগুচ্ছ/২য়
বর্ষ/১৫তম সংখ্যা/শারদ/১১ই আশ্বিন, ১৪৩১
শারদ | কবিতাগুচ্ছ
কবি সলিল চৌধুরী
আমি কবি নই
কবি কাকে বলে?
যারা কল্পনার জাল বুনে বুনে স্মরণের নদী থেকে উদ্ভট সব মাছ
রুই নয় কাতলা নয়
ইলিশ চিতল নয়
মাছ ধরে ধরে একুইরিয়ামে রেখে দেয়?
লাল মাছ নীল মাছ
নানান রঙের মাছ
লাল নীল বাতি জ্বেলে
লোককে দেখায়?
নিজের ফ্রাস্ট্রেশনে
সেক্সের সোজা কথা
ঘুরিয়ে পেঁচিয়ে দিয়ে
ফ্রয়েড শেখায় ?
অথবা বক্তব্যহীন
কাকের বকের ডিম
কিম্বা অত্যন্ত সোজা
তবু কিন্তু অর্থহীন
কবিতা শেখায়?
তাহলে এ কথা ঠিক
আমি কোনো সাংকেতিক
শব্দ দিয়ে যা বলছি
তার চেয়ে বড় কোনো কথা
বলার কখনো কোনো চেষ্টা করি নি!
আমার সময় স্বল্প
ডুবন্ত জাহাজের ডেকে দাঁড়িয়ে
আজগুবি কোনো গল্প ফাঁদার সময় নেই—
বক্তব্য সমস্ত স্পষ্ট
আমার ও সাথীদের
বাঁচার প্রচণ্ড প্রশ্ন
চতুর্দিকে ঢেউ
ধীরে ধীরে ডুবছে জাহাজ
যে কটা লাইফ বোট ছিল তার বেশীর ভাগ
ওরা হাতিয়েছে
আর নিয়ে গেছে
খাবার, খাবার জল ভোগ্য সবকিছু।
আমাদের সঙ্গে আছে
নারী আর শিশু
অসহায় কিছু লোকজন
জাহাজ বাঁচাতে হবে
এ তুফান মেকি... ওদের সৃষ্ট ঝড়
এ ঝড়ের পাল্টা ঝড়
আমাকে বাঁচাতে হবে
জাহাজ বাঁচাতে হবে
তারপর শালাদের পিছুপিছু গিয়ে
কেড়ে নিতে হবে সব
খাবার, খাবার জল ভোগ্য সবকিছু।
আমার সময় নেই
আজগুবি গল্প ফেঁদে
সিম্বলিক কবিত্ব সাধার
অতএব ব্রাদার
আমাকে মার্জনা কোরো
আমি কোনো কবি নই তোমাদের দলে
আমার উদ্দেশ্য হোলো উদ্দেশ্য সাধন
ছলে কিম্বা বলে কিম্বা
যে কোনো কৌশলে।
যারা কল্পনার জাল বুনে বুনে স্মরণের নদী থেকে উদ্ভট সব মাছ
রুই নয় কাতলা নয়
ইলিশ চিতল নয়
মাছ ধরে ধরে একুইরিয়ামে রেখে দেয়?
নানান রঙের মাছ
লাল নীল বাতি জ্বেলে
লোককে দেখায়?
সেক্সের সোজা কথা
ঘুরিয়ে পেঁচিয়ে দিয়ে
ফ্রয়েড শেখায় ?
অথবা বক্তব্যহীন
কাকের বকের ডিম
কিম্বা অত্যন্ত সোজা
তবু কিন্তু অর্থহীন
কবিতা শেখায়?
আমি কোনো সাংকেতিক
শব্দ দিয়ে যা বলছি
তার চেয়ে বড় কোনো কথা
বলার কখনো কোনো চেষ্টা করি নি!
আমার সময় স্বল্প
ডুবন্ত জাহাজের ডেকে দাঁড়িয়ে
আজগুবি কোনো গল্প ফাঁদার সময় নেই—
বক্তব্য সমস্ত স্পষ্ট
আমার ও সাথীদের
বাঁচার প্রচণ্ড প্রশ্ন
চতুর্দিকে ঢেউ
ধীরে ধীরে ডুবছে জাহাজ
যে কটা লাইফ বোট ছিল তার বেশীর ভাগ
ওরা হাতিয়েছে
আর নিয়ে গেছে
খাবার, খাবার জল ভোগ্য সবকিছু।
নারী আর শিশু
অসহায় কিছু লোকজন
জাহাজ বাঁচাতে হবে
এ তুফান মেকি... ওদের সৃষ্ট ঝড়
এ ঝড়ের পাল্টা ঝড়
আমাকে বাঁচাতে হবে
জাহাজ বাঁচাতে হবে
তারপর শালাদের পিছুপিছু গিয়ে
কেড়ে নিতে হবে সব
খাবার, খাবার জল ভোগ্য সবকিছু।
আজগুবি গল্প ফেঁদে
সিম্বলিক কবিত্ব সাধার
অতএব ব্রাদার
আমাকে মার্জনা কোরো
আমি কোনো কবি নই তোমাদের দলে
আমার উদ্দেশ্য হোলো উদ্দেশ্য সাধন
ছলে কিম্বা বলে কিম্বা
যে কোনো কৌশলে।
No comments:
Post a Comment