বাতায়ন/ত্রৈসাপ্তাহিক/কবিতা/২য়
বর্ষ/১৫তম সংখ্যা/শারদ/১১ই আশ্বিন, ১৪৩১
শারদ | কবিতা
যশোধরা রায়চৌধুরী
গান
লোক টেনে আনছে লোক
দেখো, বল্গাহীন ক্রোধ
বয়ে চলেছে এ পথে
শোক টেনে আনছে শোক।
ও তো কাজে গিয়েছিল
ও তো লেখাপড়া করে
সৎ পথে থাকতে চেয়ে
কেন রক্ত মেখে শুয়ে?
রাত টেনে আনছে রাত
এত রাত হাতে মেখেছ?
রাগ টেনে আনছে রাগ
এত রাগ কেউ দেখেছ?
রাত কবে ভোর হবে?
আমরা জ্বেলেছি মশাল
এত পাড়া ভর্তি সাড়া
মানুষ আজ হয়েছে ঢাল!
দেখো, বল্গাহীন ক্রোধ
শোক টেনে আনছে শোক।
ও তো লেখাপড়া করে
সৎ পথে থাকতে চেয়ে
কেন রক্ত মেখে শুয়ে?
এত রাত হাতে মেখেছ?
এত রাগ কেউ দেখেছ?
আমরা জ্বেলেছি মশাল
এত পাড়া ভর্তি সাড়া
মানুষ আজ হয়েছে ঢাল!
No comments:
Post a Comment