প্রাপ্তমনস্কদের পত্রিকা

মননশীল কলমকে উৎসাহ দিতে... পড়ুন, পড়ান, আপনার মূল্যবান মতামত দিন।

দ্বিধা | বিপুল রায়

বাতায়ন/মাসিক/কবিতা/২য় বর্ষ/১৮তম সংখ্যা/২৩শে কার্ত্তিক , ১৪৩১ চৈতালী চট্টোপাধ্যায় সংখ্যা | কবিতা বিপুল রায় দ্বিধা তুমি সেই তুমিই আছ...

Saturday, September 28, 2024

শারদ | গান | যশোধরা রায়চৌধুরী

বাতায়ন/ত্রৈসাপ্তাহিক/কবিতা/২য় বর্ষ/১৫তম সংখ্যা/শারদ/১১ই আশ্বিন, ১৪৩১

শারদ | কবিতা

যশোধরা রায়চৌধুরী

গান


তোমরা গাও সেই গান
কানে টেনে আনবে কান
প্রাণ টেনে আনবে প্রাণ
লোক টেনে আনছে লোক
দেখো, বল্গাহীন ক্রোধ
বয়ে চলেছে এ পথে
শোক টেনে আনছে শোক। 
 
ও তো কাজে গিয়েছিল 
ও তো লেখাপড়া করে
সৎ পথে থাকতে চেয়ে
কেন রক্ত মেখে শুয়ে? 
 
রাত টেনে আনছে রাত
এত রাত হাতে মেখেছ?
রাগ টেনে আনছে রাগ
এত রাগ কেউ দেখেছ?
রাত কবে ভোর হবে? 
আমরা জ্বেলেছি মশাল 
এত পাড়া ভর্তি সাড়া
মানুষ আজ হয়েছে ঢাল!
 

No comments:

Post a Comment

মোহিনীমায়া


Popular Top 10 (Last 7 days)