প্রাপ্তমনস্কদের পত্রিকা

মননশীল কলমকে উৎসাহ দিতে... পড়ুন, পড়ান, আপনার মূল্যবান মতামত দিন।

ওয়েটিং লিস্টে আছি... | রতনলাল আচার্য্য

বাতায়ন/মাসিক/কবিতা/২য় বর্ষ/১৮তম সংখ্যা/২৩শে কার্ত্তিক , ১৪৩১ চৈতালী চট্টোপাধ্যায় সংখ্যা | কবিতা রতনলাল আচার্য্য ওয়েটিং লিস্টে আছি ....

Thursday, November 7, 2024

শ্রীচরণকমলেষু | হীরক বন্দ্যোপাধ্যায়

বাতায়ন/মাসিক/কবিতা/২য় বর্ষ/১৮তম সংখ্যা/২৩শে কার্ত্তিক, ১৪৩১

চৈতালী চট্টোপাধ্যায় সংখ্যা | কবিতা

হীরক বন্দ্যোপাধ্যায়

শ্রীচরণকমলেষু


তবু সে শ্রীচরণকমলেষু, তোমাকে যখনই লিখতে বসি
তখনই লাবণ্যকাকিমা এসে কানমুলে দেন
গোপন খাতার ফাঁকে যে পালক লুকানো ছিল
এতদিন, কী আশ্চর্য সেখানে সুধামাসি
হাই তুলে পাশ ফিরে শোন
তোমার লাগানো যত ফুল সকলই গোলাপ
লাল নীল সাদা
কী দিয়ে যে শুরু করি, ভুলবশত নয়
সতত ভুল, ভুল  হয়ে  যায়

নাহলে বিমলা দিদি ভাই সেও এসে বলে
কোমরে দড়ি বেঁধে উঠে পড় গাছে
বিন্দু বিন্দু রস এসে পড়বে হাঁড়িতে আবার

শুধু কুমুকে কুমুদি বলি না এখন

তবু সে কী ধরা দেয়
মাঝে মাঝে বাইকের পিছনে এসে বসে

সে বলে কুশলকথা, বলে, এই তো হাট গোবিন্দপুর
আজ হরতাল, চল...

এসএসসি দিয়ে এখন সে বাংলার মেজো দিদিমণি

শুরু করেছিলাম মাঝখান থেকে
তাই
শেষ হইয়াও হইল না শেষ

ইতি...


No comments:

Post a Comment

মোহিনীমায়া


Popular Top 10 (Last 7 days)