বাতায়ন/মাসিক/কবিতা/২য় বর্ষ/১৮তম সংখ্যা/২৩শে কার্ত্তিক, ১৪৩১
চৈতালী চট্টোপাধ্যায় সংখ্যা | কবিতা
অন্তরা সরকার
প্রলাপ
আকারে ইঙ্গিতে বোঝাতে
কখনো পলাশ ফোটেনি রোদ্দুরে।
কখনো সূর্যাস্তের ছবিতে দেখোনি
চঞ্চল হরিণীর চোখ।
তুমি এক লহমায় দগ্ধ করো ইতিহাস,
গলা টিপে খুন করো অনুভূতি,
জমকালো সত্য গোপন করে
ক্ষয়িষ্ণু তারার মতো হারিয়ে যাও কুয়াশায়।
অথচ –
আজও ঝড় ওঠে,
নৌকাডুবি হয়।
নিখোঁজ শব্দেরা ভেসে ওঠে সাদা কাপড় জড়ানো শবদেহের মতো।
কখনো পলাশ ফোটেনি রোদ্দুরে।
কখনো সূর্যাস্তের ছবিতে দেখোনি
ক্ষয়িষ্ণু তারার মতো হারিয়ে যাও কুয়াশায়।
নিখোঁজ শব্দেরা ভেসে ওঠে সাদা কাপড় জড়ানো শবদেহের মতো।
সুন্দর
ReplyDeleteভালো ছাড়া কিছু বলবার নেই।
ReplyDeleteবাহ্
ReplyDelete