বাতায়ন/মাসিক/কবিতা/২য়
বর্ষ/১৮তম সংখ্যা/২৩শে কার্ত্তিক, ১৪৩১
চৈতালী চট্টোপাধ্যায় সংখ্যা | কবিতা
সুশান্ত সেন
শান্তি
শান্তি
খুঁজো না-কো, শান্তি তো কোথাও নেই।
যখন মানুষ একটু সভ্য হয়ে উঠল
আর আপেল টপ করে খেয়ে ফেলল খোসাসমেত
তখন থেকেই আমি আমি তুমি তুমি জপ করতে
করতে
শান্তিকে বিসর্জন দেওয়া হলো আস্তাকুঁড়ে।
সেই থেকে
প্রজায় প্রজায় রাজায় রাজায় কত
যুদ্ধ কত পাতার পর পাতা মহাভারত
রচনা হয়ে গেল, তার খবর কে রাখে!
অনেক দেরি
হয়ে গেল,
এখন আমরা
বিষবাষ্পে পৃথিবী ভরিয়ে দিয়ে
কালা পাহাড়ের মতো হা হা করে হাসছি।
আর কত কাল
কে জানে।
যখন মানুষ একটু সভ্য হয়ে উঠল
আর আপেল টপ করে খেয়ে ফেলল খোসাসমেত
তখন থেকেই আমি আমি তুমি তুমি জপ করতে
করতে
শান্তিকে বিসর্জন দেওয়া হলো আস্তাকুঁড়ে।
যুদ্ধ কত পাতার পর পাতা মহাভারত
রচনা হয়ে গেল, তার খবর কে রাখে!
এখন আমরা
বিষবাষ্পে পৃথিবী ভরিয়ে দিয়ে
কালা পাহাড়ের মতো হা হা করে হাসছি।
ভালো লাগলো
ReplyDelete