বাতায়ন/মাসিক/কবিতা/২য়
বর্ষ/১৮তম সংখ্যা/২৩শে কার্ত্তিক, ১৪৩১
চৈতালী চট্টোপাধ্যায় সংখ্যা | কবিতা
অজয় দেবনাথ
তুমি
তোমার কথা যখনই মনে পড়ে
মনের মধ্যে জলতরঙ্গের শব্দে ঝলমল করে ওঠে
মনে পড়ে যায় সেইসব দিন
সুগন্ধে ভরপুর…
তখন পূর্বরাগ, তোমার নবযৌবন
অন্তরঙ্গ হতে আমাকে কপট বাধা দেওয়ার ছল
অথচ অমোঘ আকর্ষণে
আমারই কাছে কাছে থাকা
মনের মধ্যে জলতরঙ্গের শব্দে ঝলমল করে ওঠে
মনে পড়ে যায় সেইসব দিন
সুগন্ধে ভরপুর…
অন্তরঙ্গ হতে আমাকে কপট বাধা দেওয়ার ছল
অথচ অমোঘ আকর্ষণে
আমারই কাছে কাছে থাকা
মনে হয় জন্মান্তরের কথা—
হয়তো
অজন্তা… কিংবা খাজুরাহো…
কিন্তু
খাজুরাহোই তো শুধু জীবন নয়
জীবনের মধুমাখা স্বপ্নের দিন...
স্বপ্নছায়ার মতো দিনগুলো জড়িয়ে ধরে
আজও
তারপর আগুন আর ঘি পাশে থাকলে যা হয়...
সে এক অন্য উপাখ্যান...
জানি না এখন কোথায় কেমন আছ
তোমাকেও জড়িয়ে ধরে কিনা সেইসব দিন
আজ সূর্য যখন মোহময়—
রক্তিম আভায় পরিপূর্ণ দিগন্তরেখা…
খুব ইচ্ছে করে
সেইসব দিনে আবার ফিরে যেতে
জানি না এখন কোথায় কেমন আছ
তোমাকেও জড়িয়ে ধরে কিনা সেইসব দিন
রক্তিম আভায় পরিপূর্ণ দিগন্তরেখা…
খুব ইচ্ছে করে
সেইসব দিনে আবার ফিরে যেতে
এই মায়ামাখা গোধূলিবেলায় তোমার মন
মনকেমনের সুরে বাজে...
সুন্দর অনুভূতি - জয়িতা বসাক
ReplyDeleteবাহ ভালো
Deleteঅনেক অনেক ধন্যবাদ আপনাকে। আপনার ভালো লেগেছে জেনে আমারও ভালো লাগল। যদিও আপনার পরিচয় পেলে আরও ভালো লাগত। ভালো থাকুন, সঙ্গে থাকুন।
Deleteধন্যবাদ জয়িতা, ভালো থেকো।
Deleteসুন্দর অনুভূতি। ধন্যবাদান্তে ❤️
ReplyDeleteপ্রথমেই ধন্যবাদ জানাই আপনাকে, নিজের নাম দেননি আপনি কে আমি জানি না। তবুও অসংখ্য ধন্যবাদ আপনাকে। যদিও কিছুটা অনুমান করতে পারি, অনুমানের ভিত্তিতে কিছু বলা উচিৎ নয়, তবু আপনার প্রতিক্রিয়ার উত্তরে আমিও...
Deleteএকটি সুন্দর ভালো লাগার কবিতা।
ReplyDeleteআপনার ভালো লেগেছে জেনে আমারও ভালো লাগল। যদিও আপনার নাম দেননি, নাম দিলে আরও ভালো লাগত। ধন্যবাদ জানাই আপনাকে, ভালো থাকুন, সঙ্গে থাকুন।
Delete