বাতায়ন/মাসিক/কবিতা/২য়
বর্ষ/১৮তম সংখ্যা/২৩শে কার্ত্তিক, ১৪৩১
চৈতালী চট্টোপাধ্যায় সংখ্যা | কবিতা
রতনলাল আচার্য্য
ওয়েটিং লিস্টে আছি...
ওয়েটিং লিস্টে আছি...
যদি ভুল করে তোমার সদয় দৃষ্টি পড়ে সেই আশায়। বিষবৃক্ষ পুঁতেছিলাম একদিন হৃদয় উদ্যানে। নগরের শোভাবর্ধনকারী কুলীন বৃক্ষেরা করুণা করেছে সতত। এখন নিলাম হয়ে যাওয়া শূন্য উদ্যানখানি বরুণদেবের কৃপা লাভের আশায় চেয়ে অসীমে। নিদ্রাহননকারী যমদূত-সময়টা অট্টহাসিতে ফেটে পড়ে চিরাচরিত নিয়মে...
ওয়েটিং লিস্টে আছি...
এলোমেলো ভাবনারা আর পথ চেয়ে থাকে না তোমার আশায়। দ্বাদশ আদিত্যের পানে আর দৃষ্টি ফেলে না এই পাথর চোখ। নৈবেদ্যের থালায় আর শুদ্ধ উপাচার নেই কিছু। সবই অপাংক্তেয় হয়ে গেছে এই মূর্তিমান সময়ের কাছে। কর্মফলদাতার শ্যেনদৃষ্টি পড়ে আছে তোমার আসার সেই বকুল ছড়ানো পথে...
ওয়েটিং লিস্টে আছি...
দেবতুল্য সম্মান লাভের কোন বাসনাই নেই এখন। জানি না এখন কোথায় আছি... উত্তরায়নে না দক্ষিণায়নে। হিমালয় থেকে নেমে আসা শুদ্ধ পললমৃত্তিকা এখন আর জয়তিলক আঁকে না কপালে। যেন এক লহমায় থেমে গেছে সপ্তর্ষিদের অবাধ বিচরণ। অরক্ষিত হয়ে আছে কংসের কারাগার। প্রহরীরা সব ঘুমিয়ে আছে আদিম মায়ায়। শূন্যে হাত মেললে দেখা যায় না তমসাচ্ছন্ন করতল...
ওয়েটিং লিস্টে আছি...
যদি ভুল করে তোমার সদয় দৃষ্টি পড়ে সেই আশায়। বিষবৃক্ষ পুঁতেছিলাম একদিন হৃদয় উদ্যানে। নগরের শোভাবর্ধনকারী কুলীন বৃক্ষেরা করুণা করেছে সতত। এখন নিলাম হয়ে যাওয়া শূন্য উদ্যানখানি বরুণদেবের কৃপা লাভের আশায় চেয়ে অসীমে। নিদ্রাহননকারী যমদূত-সময়টা অট্টহাসিতে ফেটে পড়ে চিরাচরিত নিয়মে...
No comments:
Post a Comment