বাতায়ন/মাসিক/কবিতা/২য়
বর্ষ/১৮তম সংখ্যা/২৩শে কার্ত্তিক, ১৪৩১
চৈতালী চট্টোপাধ্যায় সংখ্যা | কবিতা
মৌমিতা চ্যাটার্জী
ডুব
অতল দৃষ্টির গাঢ় নদীতে সাঁতরে ওঠার বেদুইন বাসনা শেষ হতে হতে
বিন্দুতে ঠেকেছে।
দিনান্তের মাধুকরী, মুঠোয় রেখে আবার এক নির্বিকার বেষ্টনীতে স্বেচ্ছাগমন।
দিনান্তের মাধুকরী, মুঠোয় রেখে আবার এক নির্বিকার বেষ্টনীতে স্বেচ্ছাগমন।
চান্দ্ররাতের কুহকিনী
জ্যোৎস্না,
ভিজিয়ে যায় সংগোপনে।
গড়তে চেয়ে অজান্তেই আহ্বান করেছি সমাধানবিহীন এক উশৃঙ্খল ভাঙন।
এখন, নিরর্থক ভাবনদীর কূলে একা দাঁড়িয়ে, গহীন জলে ডোবার প্রস্তুতি চলে নিরন্তর।
গড়তে চেয়ে অজান্তেই আহ্বান করেছি সমাধানবিহীন এক উশৃঙ্খল ভাঙন।
এখন, নিরর্থক ভাবনদীর কূলে একা দাঁড়িয়ে, গহীন জলে ডোবার প্রস্তুতি চলে নিরন্তর।
অপূর্ব
ReplyDeleteভালো লাগলো
ReplyDelete
ReplyDeleteসুন্দর