বাতায়ন/মাসিক/কবিতা/২য়
বর্ষ/১৮তম সংখ্যা/২৩শে কার্ত্তিক, ১৪৩১
চৈতালী চট্টোপাধ্যায় সংখ্যা | কবিতা
সুশান্ত সেন
মন
কী বিচিত্র এই মন, এক সঙ্গে সে প্রবাহিত আবার স্থবির, এই সে ভেসে
চলেছে আগ্নেয়গিরির জ্বালামুখের ওপর দিয়ে, পর মুহূর্তেই কোন দ্রুততায় সে মরু
প্রান্তরে বা সামুদ্রিক বেলাভূমিতে পৌঁছে যায় অথবা ঘরের কোণে চুপটি করে বসে থাকে, কেউ জানতে
পারে না।
অজস্র খেলার ভেতর কোন খেলাটি সে খেলবে, কিছুতেই আর নিরূপিত হয় না।
তাই অস্থির অস্থির লাগে, মনের গোপনে লালিত ভাবনারা প্রকাশিত না হওয়ার বেদনা নিয়ে জলচৌকি ভাঙা সময়টাকে নিয়ে বসে থাকি।
দিন শেষের
বাদ্যি বাজতে থাকে।
অজস্র খেলার ভেতর কোন খেলাটি সে খেলবে, কিছুতেই আর নিরূপিত হয় না।
তাই অস্থির অস্থির লাগে, মনের গোপনে লালিত ভাবনারা প্রকাশিত না হওয়ার বেদনা নিয়ে জলচৌকি ভাঙা সময়টাকে নিয়ে বসে থাকি।
ভালো লাগলো দারুন! মন নিয়ে বড়ো সমস্যা।সকাল পর্যন্ত বেশ ভালো ছিল। যাকে বলে খুশি তে ডকমগ। সকাল গড়িয়ে দুপুর, দুপুর গড়িয়ে সন্ধ্যা হবো হবো মন আমার বিছনা নিল বিনা কারনে। মনের একটা অফিস দরকার যে সারাদিন এল খবর আগাম দেবে।
ReplyDelete