প্রাপ্তমনস্কদের পত্রিকা

মননশীল কলমকে উৎসাহ দিতে... পড়ুন, পড়ান, আপনার মূল্যবান মতামত দিন।

প্রথম ভালবাসা | অমল চ্যাটার্জী

বাতায়ন/ মাসিক / ছোটগল্প /২য় বর্ষ/২ ৮ তম সংখ্যা/ ২রা ফাল্গুন,   ১৪৩১ অমরেন্দ্র চক্রবর্তী সংখ্যা | ছোটগল্প অমল চ্যাটার্জী   প্রথম ভালবাসা ...

Friday, December 13, 2024

কবিতাগুচ্ছ | মোহন রায়হান | মেঘের শরীরে যাবো

বাতায়ন/মাসিক/কবিতাগুচ্ছ/২য় বর্ষ/২২তম সংখ্যা/২শে অগ্রহায়ণ, ১৪৩১

কবিতাগুচ্ছ | মোহন রায়হান | মেঘের শরীরে যাবো

মোহন রায়হান

মেঘের শরীরে যাবো


মেঘের শরীরে যাবো ছোঁবো তার করমচাঠোঁট
হিমেল কুয়াশা ফুঁড়ে থোকা থোকা শুভ্র কাশফুল
সবুজ নরম ঘাস গোলাপগালিচা আমন্ত্রণ           
নক্ষত্রের কারুকাজ বোনা রেশম চাদর পাতা
উড়ে যাবো ভিন্ন গ্রহে আর কেউ পৌঁছেনি যেখানে
 
মেঘের শরীর এত কম্র মধুময় শিহরিত
তুলতুলে খরগোশ ডুবে যায় মিহিন আঙুল
বিস্তীর্ণ সমুদ্র বয়ে যায় ধীর ক্ষিপ্র নীল ঢেউ
আগ্নেয়গিরির সুপ্ত লাভা দুলে দুলে ফুলে ওঠে
 
মেঘের শরীর এত জাদুময় বিচিত্র বৈভব
মেঘের শরীরে যাবো প্রজাপতির রঙিন ডানা
সমস্ত শরীর যেন বিষ্টিভেজা রোমশ কদম
মেখে নেবো মেঘসুখ তনুময় জলফুল রেণু
শ্রাবণের অঝোর ধারায় ভিজে যাবো তপ্তঘাম
 
থইথই ভরাগাঙ উপচে উঠেছে ঘোলাজল
আদিম সোমের ভেলা ভাসায় নব্যবেহুলা মেঘ
লখিন্দর ফিরে পায় প্রাণ জেগে ওঠে পুনরায়
 
মেঘের শরীরে যাবো বহুদূর মেঘের ভেতর
সাদা সাদা নীল নীল ছাই রং লাল কালো পীত
রোদবৃষ্টি বিদ্যুৎঝড় জ্বলে পুড়ে ভিজে একাকার 
মেঘের শরীরে যাবো খরার আগুন-পোড়া দাহ...
 

1 comment:

  1. অসাধারণ একটা কবিতা
    poran majhi

    ReplyDelete

মোহিনীমায়া


Popular Top 10 (Last 7 days)