বাতায়ন/মাসিক/কবিতা/২য়
বর্ষ/২২তম সংখ্যা/২৭শে অগ্রহায়ণ, ১৪৩১
মোহন
রায়হান সংখ্যা | কবিতা
অজয় দেবনাথ
ভেসে যায়…
নবযৌবন— মাধুর্যে উদ্ভাসিত…
তার কটাক্ষে বান ডাকত গাঙে
কানায় কানায় উছলে চলকে উঠে
ছুটে চলত নাও মোহনায়…
বহুবেশধারিণী রাজকন্যের মতো তার চলাফেরা
কখনও পাহাড়ের গায়ে সোহাগে গড়িয়ে পড়া কুমারী ঝরনা
কখনও তটিনীর বুকে চাঁদকে নামিয়ে জলকেলি করা জলপরি
আবার কখনও শহরের বানভাসি বুকে অবিশ্রান্ত ধারাপাত…
কিন্তু, শক্ত কাছিতে বাঁধা নাও!
তবু তার ইশারায়, কটাক্ষে চঞ্চল মন…
রাজতন্ত্র, গোষ্ঠীতন্ত্র, ক্ষমতাতন্ত্রের বহুবিধ বাধা।
ঘাটেই বাঁধা তরি আকাশের দিকে চেয়ে
আকাশের চোখে দেখে নন্দনকানন
চিরতন্বী পারিজাত ফুল…
সর্বাঙ্গে আজ সময়ের জং
তবু সময়কে ভুলে ছিঁড়ে যাক-না কেন কাছি
অকূল দরিয়ায় ভেসে যাক নাও…
তার কটাক্ষে বান ডাকত গাঙে
কানায় কানায় উছলে চলকে উঠে
ছুটে চলত নাও মোহনায়…
কখনও পাহাড়ের গায়ে সোহাগে গড়িয়ে পড়া কুমারী ঝরনা
কখনও তটিনীর বুকে চাঁদকে নামিয়ে জলকেলি করা জলপরি
আবার কখনও শহরের বানভাসি বুকে অবিশ্রান্ত ধারাপাত…
তবু তার ইশারায়, কটাক্ষে চঞ্চল মন…
রাজতন্ত্র, গোষ্ঠীতন্ত্র, ক্ষমতাতন্ত্রের বহুবিধ বাধা।
আকাশের চোখে দেখে নন্দনকানন
চিরতন্বী পারিজাত ফুল…
তবু সময়কে ভুলে ছিঁড়ে যাক-না কেন কাছি
অকূল দরিয়ায় ভেসে যাক নাও…
বার্তাবহ সুন্দর একটি কবিতা।
ReplyDeleteআপনাকে আন্তরিক ধন্যবাদ জানাই দীপকদা, ভালো থাকুন।
Deleteভালো লাগল
ReplyDeleteপরাণ মাঝি
ধন্যবাদ বন্ধু। ভালো থাকবেন।
Deleteআমরাও ভেসে গেলাম।
ReplyDeleteপরিচয় জানা থাকলে আমরাও একটা লগি দিতে পারতাম।
Deleteসৃজনে শুভেচ্ছা জানাচ্ছি। মুগ্ধ হলাম।
ReplyDeleteবন্ধু আপনার মুগ্ধতায় খুশি হলাম। আন্তরিক ধন্যবাদ জানাই। আপনার পরিচয় পেলে আরও খুশি হতাম। ভালো থাকুন, সঙ্গে থাকুন।
Deleteসুন্দর শব্দচয়ন
ReplyDeleteধন্যবাদ কবি সুচরিতা...
Delete