বাতায়ন/মাসিক/কবিতা/২য়
বর্ষ/২২তম সংখ্যা/২৭শে অগ্রহায়ণ, ১৪৩১
মোহন
রায়হান সংখ্যা | কবিতা
সুদেষ্ণা
ভট্টাচার্য চৌধুরী
দূরের চিঠি
দূরে থাকা
বেশ লাগে।
আমি কাছে থেকেও দেখেছি—
কাছে থাকলেই আসলে সবসময় 'কাছে' থাকা হয় না, বরং কখনো-কখনো আরও দূরে চলে যাওয়া হয়।
মানুষ কেবল ভাবে যে সে কাছে আছে, আসলে সে থাকে কত আলোকবর্ষ দূরে, কেউ জানে না।
তার চেয়ে এই দূরে থাকা ভাল, অনেক দূরে।
আমি দূর
থেকে চিঠি লিখি—
কত চিঠি লেখা হয়,
কত চিঠি
লেখা বাকি থেকে যায়।
তারপর একদিন চিঠিগুলো কী করে যেন কবিতা হয়ে যায়—
আর আমি হাওয়ায় ভাসিয়ে দিই সে কবিতা—
আমার কবিতারা ভেসে ভেসে বেড়ায় আকাশে, বাতাসে
আর তার সাথে কত রাগ, অভিমান, দুঃখ, কষ্ট ডানা মেলে দেয়...
হালকা হয়ে পালকের মতো ভেসে ভেসে বেড়ায়।
একসময় মেঘের মতো তারা উড়ে চলে যায় দেশ থেকে দেশান্তরে।
তারপর একদিন যখন সে মেঘ থেকে অঝোর ধারায় বৃষ্টি নামে, হয়তো বা ভিজিয়ে দেয় তোমাদেরও—
ঠিক তখনই তোমাদের কাছে পৌঁছে যায় আমার দূরের চিঠি—
যার প্রতিটা শব্দে, বৃষ্টির প্রতিটা ধারায় আমিও মিশে থাকি।
আমি কাছে থেকেও দেখেছি—
কাছে থাকলেই আসলে সবসময় 'কাছে' থাকা হয় না, বরং কখনো-কখনো আরও দূরে চলে যাওয়া হয়।
মানুষ কেবল ভাবে যে সে কাছে আছে, আসলে সে থাকে কত আলোকবর্ষ দূরে, কেউ জানে না।
তার চেয়ে এই দূরে থাকা ভাল, অনেক দূরে।
কত চিঠি লেখা হয়,
তারপর একদিন চিঠিগুলো কী করে যেন কবিতা হয়ে যায়—
আর আমি হাওয়ায় ভাসিয়ে দিই সে কবিতা—
আমার কবিতারা ভেসে ভেসে বেড়ায় আকাশে, বাতাসে
আর তার সাথে কত রাগ, অভিমান, দুঃখ, কষ্ট ডানা মেলে দেয়...
হালকা হয়ে পালকের মতো ভেসে ভেসে বেড়ায়।
একসময় মেঘের মতো তারা উড়ে চলে যায় দেশ থেকে দেশান্তরে।
তারপর একদিন যখন সে মেঘ থেকে অঝোর ধারায় বৃষ্টি নামে, হয়তো বা ভিজিয়ে দেয় তোমাদেরও—
ঠিক তখনই তোমাদের কাছে পৌঁছে যায় আমার দূরের চিঠি—
যার প্রতিটা শব্দে, বৃষ্টির প্রতিটা ধারায় আমিও মিশে থাকি।
দুর্দান্ত লেখা
ReplyDeleteপরাণ মাঝি
ধন্যবাদ 😊
Deleteখুব ভালো লাগল
ReplyDeleteধন্যবাদ 😊
Deleteভালো থাকবেন সবাই
ReplyDeleteখুব রোম্যান্টিক।
ReplyDeleteশম্ভুনাথ মন্ডল
ReplyDeleteসুন্দর! ভাব গভীর ভাবে ভাবায়।