প্রাপ্তমনস্কদের পত্রিকা

মননশীল কলমকে উৎসাহ দিতে... পড়ুন, পড়ান, আপনার মূল্যবান মতামত দিন।

প্রথম ভালবাসা | অমল চ্যাটার্জী

বাতায়ন/ মাসিক / ছোটগল্প /২য় বর্ষ/২ ৮ তম সংখ্যা/ ২রা ফাল্গুন,   ১৪৩১ অমরেন্দ্র চক্রবর্তী সংখ্যা | ছোটগল্প অমল চ্যাটার্জী   প্রথম ভালবাসা ...

Friday, December 13, 2024

দূরের চিঠি | সুদেষ্ণা ভট্টাচার্য চৌধুরী

বাতায়ন/মাসিক/কবিতা/২য় বর্ষ/২২তম সংখ্যা/২শে অগ্রহায়ণ, ১৪৩১

মোহন রায়হান সংখ্যা | কবিতা

সুদেষ্ণা ভট্টাচার্য চৌধুরী

দূরের চিঠি


দূরে থাকা বেশ লাগে।
আমি কাছে থেকেও দেখেছি—
কাছে থাকলেই আসলে সবসময় 'কাছে' থাকা হয় না, বরং কখনো-কখনো আরও দূরে চলে যাওয়া হয়।
মানুষ কেবল ভাবে যে সে কাছে আছে, আসলে সে থাকে কত আলোকবর্ষ দূরে, কেউ জানে না।
তার চেয়ে এই দূরে থাকা ভাল, অনেক দূরে।
 
আমি দূর থেকে চিঠি লিখি—
কত চিঠি লেখা হয়,
কত চিঠি লেখা বাকি থেকে যায়।
তারপর একদিন চিঠিগুলো কী করে যেন কবিতা হয়ে যায়—
আর আমি হাওয়ায় ভাসিয়ে দিই সে কবিতা—
আমার কবিতারা ভেসে ভেসে বেড়ায় আকাশে, বাতাসে
আর তার সাথে কত রাগ, অভিমান, দুঃখ, কষ্ট ডানা মেলে দেয়...
হালকা হয়ে পালকের মতো ভেসে ভেসে বেড়ায়।
একসময় মেঘের মতো তারা উড়ে চলে যায় দেশ থেকে দেশান্তরে।
তারপর একদিন যখন সে মেঘ থেকে অঝোর ধারায় বৃষ্টি নামে, হয়তো বা ভিজিয়ে দেয় তোমাদেরও—
ঠিক তখনই তোমাদের কাছে পৌঁছে যায় আমার দূরের চিঠি—
যার প্রতিটা শব্দে, বৃষ্টির প্রতিটা ধারায় আমিও মিশে থাকি।
 

7 comments:

  1. দুর্দান্ত লেখা
    পরাণ মাঝি

    ReplyDelete
    Replies
    1. Sudeshna B ChowdhuryJanuary 22, 2025 at 6:09 AM

      ধন্যবাদ 😊

      Delete
  2. খুব ভালো লাগল

    ReplyDelete
    Replies
    1. Sudeshna B ChowdhuryJanuary 22, 2025 at 6:09 AM

      ধন্যবাদ 😊

      Delete
  3. ভালো থাকবেন সবাই

    ReplyDelete
  4. খুব রোম্যান্টিক।

    ReplyDelete
  5. শম্ভুনাথ মন্ডল
    সুন্দর! ভাব গভীর ভাবে ভাবায়।

    ReplyDelete

মোহিনীমায়া


Popular Top 10 (Last 7 days)