মোহন
রায়হান সংখ্যা | গল্পাণু
কমলকুমার মণ্ডল
শব্দ দানব
"কাশফুল ফোটা থেকে শুরু করে সরস্বতীর ‘ভ্যালেন্টাইন’ পর্যন্ত নাগাড়ে তার ব্যস্ততা। মাঝে দীর্ঘ অবকাশের একঘেয়েমি কাটাতে ইদানিং তারা ‘যম’ দেবতার পুজো শুরু করেছে। বেশ জমকালো তার আয়োজন।"
চারিদিকে আলোর
রোশনাই। হবে নাই বা কেন। এখন যে উৎসবের মরশুম চলছে। চোখ ধাঁধানো ‘থিমের’ প্যান্ডেল চারিদিকে।
অলিগলি জুড়ে মৃন্ময়ীদের সাথে চিন্ময়ীদের তীব্র প্রতিযোগিতা। কত মানুষ যে এই দুমাস
বছরের হাঁড়ির খরচ গুছিয়ে নেবে তার ইয়ত্তা নেই। একনাগাড়ে কথাগুলি বলে
থামল চিনুক।
চিনুক বছর তিরিশের তরতাজা যুবক। এই উৎসবের মরশুমে তার দম ফেলার ফুরসত নেই। উদ্যোক্তা বলে কথা। কাশফুল ফোটা থেকে শুরু করে সরস্বতীর ‘ভ্যালেন্টাইন’ পর্যন্ত নাগাড়ে তার ব্যস্ততা। মাঝে দীর্ঘ অবকাশের একঘেয়েমি কাটাতে ইদানিং তারা ‘যম’ দেবতার পুজো শুরু করেছে। বেশ জমকালো তার আয়োজন। আর ভক্তদের আগমন? সেটা বলে আর হুজুগ প্রিয় বাঙালিকে ছোট করার মানে হয় না।
সত্তর ছুঁইছুঁই দেবতোষবাবুর বড্ড অসহায় লাগে এই সময়টায়। একটা দীর্ঘশ্বাস ছেড়ে আপন মনে বলে ওঠেন- সবই তো ঠিকঠাক ছিল বাবা। শুধু আমাদের মতো বয়স্ক আর অসুস্থ মানুষগুলোর কথা ভেবে ‘শব্দ দানব’কে যদি একটু নিয়ন্ত্রণে রাখতে। গলা ধরে আসে দেবতোষবাবুর।
চিনুক বছর তিরিশের তরতাজা যুবক। এই উৎসবের মরশুমে তার দম ফেলার ফুরসত নেই। উদ্যোক্তা বলে কথা। কাশফুল ফোটা থেকে শুরু করে সরস্বতীর ‘ভ্যালেন্টাইন’ পর্যন্ত নাগাড়ে তার ব্যস্ততা। মাঝে দীর্ঘ অবকাশের একঘেয়েমি কাটাতে ইদানিং তারা ‘যম’ দেবতার পুজো শুরু করেছে। বেশ জমকালো তার আয়োজন। আর ভক্তদের আগমন? সেটা বলে আর হুজুগ প্রিয় বাঙালিকে ছোট করার মানে হয় না।
সত্তর ছুঁইছুঁই দেবতোষবাবুর বড্ড অসহায় লাগে এই সময়টায়। একটা দীর্ঘশ্বাস ছেড়ে আপন মনে বলে ওঠেন- সবই তো ঠিকঠাক ছিল বাবা। শুধু আমাদের মতো বয়স্ক আর অসুস্থ মানুষগুলোর কথা ভেবে ‘শব্দ দানব’কে যদি একটু নিয়ন্ত্রণে রাখতে। গলা ধরে আসে দেবতোষবাবুর।
সমাপ্ত
দারুণ
ReplyDeleteপরাণ মাঝি