প্রাপ্তমনস্কদের পত্রিকা

মননশীল কলমকে উৎসাহ দিতে... পড়ুন, পড়ান, আপনার মূল্যবান মতামত দিন।

প্রথম ভালবাসা | অমল চ্যাটার্জী

বাতায়ন/ মাসিক / ছোটগল্প /২য় বর্ষ/২ ৮ তম সংখ্যা/ ২রা ফাল্গুন,   ১৪৩১ অমরেন্দ্র চক্রবর্তী সংখ্যা | ছোটগল্প অমল চ্যাটার্জী   প্রথম ভালবাসা ...

Friday, December 13, 2024

শব্দ দানব | কমলকুমার মণ্ডল

বাতায়ন/মাসিক/গল্পাণু/২য় বর্ষ/২২তম সংখ্যা/২শে অগ্রহায়ণ, ১৪৩১

মোহন রায়হান সংখ্যা | গল্পাণু

কমলকুমার মণ্ডল

শব্দ দানব


"কাশফুল ফোটা থেকে শুরু করে সরস্বতীর ভ্যালেন্টাইন’ পর্যন্ত নাগাড়ে তার ব্যস্ততা। মাঝে দীর্ঘ অবকাশের একঘেয়েমি কাটাতে ইদানিং তারা যম’ দেবতার পুজো শুরু করেছে। বেশ জমকালো তার আয়োজন।"


চারিদিকে আলোর রোশনাই। হবে নাই বা কেন। এখন যে উৎসবের মরশুম চলছে। চোখ ধাঁধানো থিমেরপ্যান্ডেল চারিদিকে। অলিগলি জুড়ে মৃন্ময়ীদের সাথে চিন্ময়ীদের তীব্র প্রতিযোগিতা। কত মানুষ যে এই দুমাস বছরের হাঁড়ির খরচ গুছিয়ে নেবে তার ইয়ত্তা নেই। একনাগাড়ে কথাগুলি বলে থামল চিনুক
 
চিনুক বছর তিরিশের তরতাজা যুবক। এই উৎসবের মরশুমে তার দম ফেলার ফুরসত নেই। উদ্যোক্তা বলে কথা। কাশফুল ফোটা থেকে শুরু করে সরস্বতীর ভ্যালেন্টাইনপর্যন্ত নাগাড়ে তার ব্যস্ততা। মাঝে দীর্ঘ অবকাশের একঘেয়েমি কাটাতে ইদানিং তারা যমদেবতার পুজো শুরু করেছে। বেশ জমকালো তার আয়োজন। আর ভক্তদের আগমন? সেটা বলে আর হুজুগ প্রিয় বাঙালিকে ছোট করার মানে হয় না
 
সত্তর ছুঁইছুঁই দেবতোষবাবুর বড্ড অসহায় লাগে এই সময়টায়। একটা দীর্ঘশ্বাস ছেড়ে আপন মনে বলে ওঠেন- সবই তো ঠিকঠাক ছিল বাবা। শুধু আমাদের মতো বয়স্ক আর অসুস্থ মানুষগুলোর কথা ভেবেশব্দ দানবকে যদি একটু নিয়ন্ত্রণে রাখতে। গলা ধরে আসে দেবতোষবাবুর
 

সমাপ্ত

1 comment:

মোহিনীমায়া


Popular Top 10 (Last 7 days)