বাতায়ন/মাসিক/কবিতা/২য় বর্ষ/২৮তম সংখ্যা/২রা
ফাল্গুন, ১৪৩১
অমরেন্দ্র চক্রবর্তী
সংখ্যা |
কবিতা
সুব্রত
ভৌমিক
দূরত্বের
স্রোত
হয়তো জল, না হয় আঁধার,
তবু
উন্মুক্ত ঢেউ আর নাজনা জোনাক জল।
এর নাম, বোধহয় "মেনে নেওয়া"।
গ্রীষ্মের
শীতল উৎস ভাঙে প্রাণ,
শুধু
কাঙ্ক্ষিত প্রাপ্তি—স্রোত।
বেলা-অঙ্কে ভ্রান্ত নীল,
চোখের
মাধুরী জলে,
জ্বলছে জীবন, শূন্য কাপড়।
অবশেষে
বুঝলাম—
নীল আর
দৃষ্টি, দূরত্বের
সৃষ্টি।
মোহ
ভাঙা-গড়া, তৃপ্তি।
স্তব্ধতার
আড়ালে গানের ধাঁধা,
এর নাম, বোধহয় "মেনে নেওয়া"।
বেলা-অঙ্কে ভ্রান্ত নীল,
খুব ভাল লিখেছেন
ReplyDelete