বাতায়ন/মাসিক/কবিতা/২য় বর্ষ/২৮তম সংখ্যা/২রা
ফাল্গুন, ১৪৩১
অমরেন্দ্র চক্রবর্তী সংখ্যা | কবিতা
হীরক বন্দ্যোপাধ্যায়
কবিতা প্রেমের নাম
হীরক বন্দ্যোপাধ্যায়
কবিতা প্রেমের নাম
কবিতা প্রেমের
নাম ভালবাসা আকন্দ ফুল
অগ্নি অবিনাশী বায়ু জল কবিতা অসম কিছু ভুল
আমায় সে
চিনেছিল, আমিও
চিনেছি তাকে ব্রিজের তলায়,
কুন্দ ফুলের মালা গেঁথে দিয়েছি গলায়...
কবিতা গোপন বিভা ছড়ালে রক্ষে নেই ভাইরাস, ভাইরাস! আরো শক্তিশালী দাঁড়াবে সে
যেই
কবিতার বাস ছিল শান্তিনিকেতন, সোনাঝুরি গ্রাম
কবিতা এখন শুধু ভুলে যাওয়া নাম...
কবিতার বাস ছিল শান্তিনিকেতন, সোনাঝুরি গ্রাম
কবিতা এখন শুধু ভুলে যাওয়া নাম...
সে নাম জপ করে পাগল হয়েছে অজস্র কবি
টাঙিয়ে রেখেছে হৃদয় গভীরে তার সহস্র ছবি
বসন্তে বনলতা, শীতকালে সুপর্ণা নীরাদের নামে
আরো কত অনুভব অপর রয়ে গেছে রহিমে ও রামে
টাঙিয়ে রেখেছে হৃদয় গভীরে তার সহস্র ছবি
বসন্তে বনলতা, শীতকালে সুপর্ণা নীরাদের নামে
আরো কত অনুভব অপর রয়ে গেছে রহিমে ও রামে
কবিতা লিখতে হয় দিনে রাতে আকাশে বাতাসে পায়ে হেঁটে, প্রথম কবিতা
আমরা সবাই লিখি শৈশবে কালোস্লেটে, কবিতা আসলে কিছু ভুল, সেই ভুল হাত নিয়ে দেখি, কবিতা এখনো
এক আকন্দ ফুল...
No comments:
Post a Comment