বাতায়ন/মাসিক/গল্পাণু/২য় বর্ষ/২৮তম সংখ্যা/২রা
ফাল্গুন, ১৪৩১
অমরেন্দ্র চক্রবর্তী সংখ্যা | গল্পাণু
জগন্নাথ মহারাজ
দাও
মাগো রসতত্ত্বের শিক্ষা
জগন্নাথ মহারাজ
"নিদারুণ যন্ত্রণায় ছুটি গুপ্ত বৃন্দাবনে... রুদ্ধদ্বারে কড়া নাড়ি... দেখি এ কী! সম্মুখে কলঙ্কিনী জ্যোতির্ময়ী রাধা!"
সেদিন সন্ধ্যায় গেলাম কৃষ্ণকলির
আখড়ায়। দেখি প্রেমময়ী গৈরিক সাজ, হৃদয় নিভৃত রস অমৃত কথা...
-আজ মনে পড়ল ঠাকুর?
-তুমি যে কাঁদাও রসিকা। তাই তো, বারে বারে ছুটে আসি।
-আজ যে রাস… এ কী পরীক্ষা! দ্বারকার কৃষ্ণ দেখি দ্বারে, বৃন্দাবনের
কৃষ্ণও যে বাঁশরি বাজিয়ে ডাকে কুঞ্জবনে...
-যাও কৃষ্ণকলি বৃন্দাবনেই যাও। ওখানে আছে পরম প্রেম। দ্বারকার রাজ সুখে নাই ত্যাগ শুধুই মোহ। সংসার-স্বজন আর জীবনের কুরুক্ষেত্র যুদ্ধে আমি বড় ক্লান্ত গো... আমার আর বাউল সাজা হলো না...
-হবে গো ঠাকুর হবে। তুমি তো ভক্ত গো।
রসিকা যদি হয় প্রেম ধন
দেহের রতন থাকবে যতন
হৃদ ব্রজে মিলবে পরম রতন"
সমাপ্ত
No comments:
Post a Comment