প্রাপ্তমনস্কদের পত্রিকা

মননশীল কলমকে উৎসাহ দিতে... পড়ুন, পড়ান, আপনার মূল্যবান মতামত দিন।

প্রথম ভালবাসা | অমল চ্যাটার্জী

বাতায়ন/ মাসিক / ছোটগল্প /২য় বর্ষ/২ ৮ তম সংখ্যা/ ২রা ফাল্গুন,   ১৪৩১ অমরেন্দ্র চক্রবর্তী সংখ্যা | ছোটগল্প অমল চ্যাটার্জী   প্রথম ভালবাসা ...

Saturday, February 15, 2025

দাও মাগো রসতত্ত্বের শিক্ষা | জগন্নাথ মহারাজ

বাতায়ন/মাসিক/গল্পাণু/২য় বর্ষ/২তম সংখ্যা/২রা ফাল্গুন, ১৪৩১
অমরেন্দ্র চক্রবর্তী সংখ্যা | গল্পাণু
জগন্নাথ মহারাজ
 
দাও মাগো রসতত্ত্বের শিক্ষা


"নিদারুণ যন্ত্রণায় ছুটি গুপ্ত বৃন্দাবনে... রুদ্ধদ্বারে কড়া নাড়ি... দেখি এ কীসম্মুখে কলঙ্কিনী জ্যোতির্ময়ী রাধা!"

 

সেদিন সন্ধ্যায় গেলাম কৃষ্ণকলির আখড়ায়। দেখি প্রেমময়ী গৈরিক সাজ, হৃদয় নিভৃত রস অমৃত কথা...
-আজ মনে পড়ল ঠাকুর?
-তুমি যে কাঁদাও রসিকা। তাই তো, বারে বারে ছুটে আসি।
-আজ যে রাসকী পরীক্ষা! দ্বারকার কৃষ্ণ দেখি দ্বারে, বৃন্দাবনের কৃষ্ণও যে বাঁশরি বাজিয়ে ডাকে কুঞ্জবনে...


-যাও কৃষ্ণকলি বৃন্দাবনেই যাও। ওখানে আছে পরম প্রেম। দ্বারকার রাজ সুখে নাই ত্যাগ শুধুই মোহ। সংসার-স্বজন আর জীবনের কুরুক্ষেত্র যুদ্ধে আমি বড় ক্লান্ত গো... আমার আর বাউল সাজা হলো না...
-হবে গো ঠাকুর হবে। তুমি তো ভক্ত গো।
 
"সৎ গুরুর ধরলে চরণ
রসিকা যদি হয় প্রেম ধন
দেহের রতন থাকবে যতন
হৃদ ব্রজে মিলবে পরম রতন"
 
কৃষ্ণকলি মুচকি হেসে গুগু স্বরে গাইতে গাইতে চলে গেল আখড়ার গভীরে...
 
আখড়ার চত্বরে বসে শুনি যুগল রসিক-রসিকাদের শাশ্বত রসসংগীতের সুর। বাউলের একতারার ওই তারটি যেন সর্বধর্মসমন্বয়ের সেতু। মহাজনী আধ্যাত্ম গানের বাণী ও সুরের মূর্ছনায় হঠাৎ যেন অন্তঃহিমালয় থেকে ভেসে আসতে লাগল আমার জ্ঞাত-অজ্ঞাতে বিনষ্ট, সেই মৃত জীবেদের অব্যক্ত ক্রন্দনের রোল... বিবেকের ছাকনিটা বারবার শুধু দংশন করে। মনে হয় নিজেকে ঘোর পাপাচারী। নিদারুণ যন্ত্রণায় ছুটি গুপ্ত বৃন্দাবনে... রুদ্ধদ্বারে কড়া নাড়ি... দেখি এ কী! সম্মুখে কলঙ্কিনী জ্যোতির্ময়ী রাধা! অবলুন্ঠিত অশ্রুসিক্ত নয়নে দুই হাত পেতে বলি ভিক্ষা দাও মাগো, ব্রহ্মরসতত্ত্বের বীজ মন্ত্র...
 

সমাপ্ত

No comments:

Post a Comment

মোহিনীমায়া


Popular Top 10 (Last 7 days)