বাতায়ন/মাসিক/গল্পাণু/২য় বর্ষ/২৮তম সংখ্যা/২রা
ফাল্গুন, ১৪৩১
অমরেন্দ্র চক্রবর্তী সংখ্যা | গল্পাণু
অজয় দেবনাথ
আকাশকুসুম
অজয় দেবনাথ
"পঁচিশ-ছাব্বিশের সুন্দরী-যুবতী-বউ— “আঙ্কল সাইড প্লিজ।” লাইন সরিয়ে, ঢেউ তুলে মাল্টিপ্লেক্সে ঢুকে গেল। আমিও ওর সঙ্গে... সুলতা, চিনতে পারেনি।"
অভ্যাসবশত খবরের কাগজ
নিয়ে বসতেই প্রায় রোজের সমস্যা, ব্লাডসুগার— বাইফোকাল চশমাও পক্ষপাতদুষ্ট। প্রতিমাসে পাওয়ার পালটানো
কেরানি-রোজগারে অসম্ভব। সবে চল্লিশ, দেখে মনে হয় পঞ্চাশ-পঞ্চান্ন। পাকাচুল।
—আমি আর অপেক্ষা করতে পারব না। বাড়িতে...
—এমএ-টা পাশ করে, একটা বছর...
সমাপ্ত
বেশ বেশ । ভালো মিনি উপন্যাস
ReplyDeleteশুধুই উপন্যাস, মজার জীবন বলুন। অনেক ধন্যবাদ জানাই, শুধু পরিচয়টুকু যদি পেতাম।
Deleteপ্রেম তাই রহস্যের। ছোট্ট গল্পে বড় কথা।
ReplyDeleteনারী যে রহস্যের আর এক নাম। ধন্যবাদ জানাই।
Deleteছোট্ট কথায় গল্পের বাস্তবায়ন। স্যালুট দাদা।
ReplyDeleteধন্যবাদ প্রদীপ-দা।
Deleteছোট্ট কথায় গল্পের বাস্তবায়ন। স্যালুট দাদা।
ReplyDelete