বাতায়ন/মাসিক/কবিতা/২য় বর্ষ/২৮তম সংখ্যা/২রা
ফাল্গুন, ১৪৩১
অমরেন্দ্র চক্রবর্তী সংখ্যা | কবিতা
মণিপদ্ম
দত্ত
প্রতারণা
যত ঢেউ তত লোভের ছলনা
যত ছায়া তত ভয়।
শুভ বসু
যত ছায়া তত ভয়।
শুভ বসু
প্রায় প্রতিটি বাঁকেই প্রহরা, চাও বা না চাও। যেতে হবে অন্দরের আলপথ ধরে। তার দুপাশের তান্ত্রিক হুংকার উপেক্ষা কোরে। বেহুলার ভেলা হয়ে। সর্পিলতা মাড়িয়ে মাড়িয়ে। তবে সেই দ্বীপ। পরিচিতা সেই নারী, নিদ্রা-বিনিদ্রায় যার অনিবার্য
আনাগোনা, তার
ম্লান মুখখানি জেগে আছে তার পদ্মবনে। এটাই ঠিকানা। যদিও কত শত সপ্তডিঙা মধুকর ফিরে
গেছে ইতিহাস জুড়ে। যদি পৌঁছে যাও, প্রাপ্তি
শুধু একটি চুম্বন সেই ম্লান চোখে। এর বেশি দেবে না তোমাকে। এইই সারাসার। এটুকুই অমরত্ব।
অমৃত চুম্বনের ভার নেবে কিনা সিদ্ধান্ত তোমার। এটুকুই অন্বেষণ জীবনের যদি মনে হয়, পৌঁছে যাবে।
বাকি সব সেয়ানা ছলনা। কিছু ঢেউয়ে দোলে অভিমান। কিছু ঢেউয়ে মৌল প্রতারণা।
ভালো লাগল
ReplyDeleteধন্যবাদ 🙏
Deleteখুউব ভালো লাগলো।
ReplyDeleteচমৎকার!
ধন্যবাদ 🙏
Deleteধন্যবাদ 🙏
Deleteকিছু ঢেউয়ে মৌল প্রতারণা
ReplyDelete