বাতায়ন/ত্রৈসাপ্তাহিক/কবিতা/২য়
বর্ষ/৩য়/বীথি চট্টোপাধ্যায় সংখ্যা/১১ই জ্যৈষ্ঠ, ১৪৩১
কবিতা
সাথী মুখোপাধ্যায়
সেই তো বলেছিল
—সেই বলেছিল কাঁদবি না,
—শুনিনি, চোখের জলের মধ্যে ছিল তার উপস্থিতি।
—সে বলেছিল ভয় পাবি না,
—শুনিনি, ভয় যে ছিল তাকে হারানোর।
—শুনিনি, চোখের জলের মধ্যে ছিল তার উপস্থিতি।
—সে বলেছিল ভয় পাবি না,
—শুনিনি, ভয় যে ছিল তাকে হারানোর।
—সে বলেছিল পিছন ফিরে তাকাবি না,
—শুনিনি, সে যে ছিল সর্বক্ষণের সঙ্গী।
—সে বলেছিল নিজের রাস্তা বদলাবি না,
—শুনিনি, সে যে ছিল আঁকাবাঁকা রাস্তার মোড়ে।
—সব কথা শুনতে নেই, সেই তো বলেছিল!
সব রাস্তা বদলাতে নেই, সেই তো বলেছিল!
সব কান্না কান্না নয়, সেই তো বলেছিল!
সেই তো বলেছিল অবাধ্য হতে!
তাই তো আজ আমি
অবাধ্য, অপ্রতিরোধ্য, অসহিষ্ণু!
—শুনিনি, সে যে ছিল সর্বক্ষণের সঙ্গী।
—সে বলেছিল নিজের রাস্তা বদলাবি না,
—শুনিনি, সে যে ছিল আঁকাবাঁকা রাস্তার মোড়ে।
—সব কথা শুনতে নেই, সেই তো বলেছিল!
সব রাস্তা বদলাতে নেই, সেই তো বলেছিল!
সব কান্না কান্না নয়, সেই তো বলেছিল!
সেই তো বলেছিল অবাধ্য হতে!
তাই তো আজ আমি
অবাধ্য, অপ্রতিরোধ্য, অসহিষ্ণু!
No comments:
Post a Comment