বাতায়ন/মাসিক/কবিতা/২য় বর্ষ/২৮তম সংখ্যা/২রা
ফাল্গুন, ১৪৩১
অমরেন্দ্র চক্রবর্তী সংখ্যা | কবিতা
পরাণ মাঝি
অপূর্ব
এক মজলিশে
মাঝে মাঝে
কোনো এক অজানা গন্ধে হারিয়ে যায় মন। দেহ জানে পরে,
চায়ের
কেটলি গরম হয় আগে— জল টের পায় বিলম্বে। এই পরিমিতি মজে অপূর্ব এক মজলিশে।
নিজের কাছে
নিজেই পরাজিত হলে আর কবে জিতবে? বন্ধুর পথ; বিপৎসংকুল
তার মাঝে
রেখে যেও চুম্বন চন্দন
বাসি ভুলেরাও একদিন ঠিক খুঁজে নেবে সকালের তাজা ফুল—
হঠাৎ হাওয়ায়
সাটার ফেলে দিলে তো বন্ধ হয়ে যায় বোধগম্যতার সুরঙ্গ।
পরাণ মাঝি
তখনি মনে
হয়েছিল জলের কলটা খোলা
জানলা খুলে
দেখি— বৃষ্টির ঝমঝম ঝর্ণাতলা
বাসি ভুলেরাও একদিন ঠিক খুঁজে নেবে সকালের তাজা ফুল—
অপূর্ব। খুব ভাল লাগল।
ReplyDelete