বাতায়ন/মাসিক/কবিতা/২য় বর্ষ/২৮তম সংখ্যা/২রা
ফাল্গুন, ১৪৩১
অমরেন্দ্র চক্রবর্তী সংখ্যা | কবিতা
নজর উল
ইসলাম
ছবি
আমরা যেমন
স্মৃতি আঁকড়ে মুখচ্ছবি দেখি
উন্মাদের আচরণ গায়ে মেখে শেষ অবধি
ঘোর পিপাসায় কাতর হই, কখনও ছবি
ছিন্নভিন্ন অগ্নিমুখর নিষ্ঠুরতায় দূর প্রান্তিক
কেবল তছনছ
স্বপ্নের ভেতর ঘুণপোকার খবরদারি নীরব পাখির ভুল আগুনে ঘুমন্ত আগ্নেয়গিরি
এখন নির্যাস নিঃসৃত ছবিখানি শুধু মুক্তি চায়
বিভোর আলো টানে নির্মোহ মেঘময়...
আমাদের
উদ্ভুত সন্ন্যাস বিকিয়ে যাচ্ছে দেখেও
উড়িয়ে
দিচ্ছি বেমালুম স্বপ্ন-ভাষ্য
পিঠোপিঠি
আগুন উন্মুখ অলীক দীর্ঘশ্বাসের
আকাঠ বিভাষণ, ধ্যানমগ্ন
ভিন্নমুখী শূন্যতা ওড়ে
উন্মাদের আচরণ গায়ে মেখে শেষ অবধি
ঘোর পিপাসায় কাতর হই, কখনও ছবি
ছিন্নভিন্ন অগ্নিমুখর নিষ্ঠুরতায় দূর প্রান্তিক
এখন নির্যাস নিঃসৃত ছবিখানি শুধু মুক্তি চায়
বিভোর আলো টানে নির্মোহ মেঘময়...
No comments:
Post a Comment