বাতায়ন/মাসিক/কবিতা/২য় বর্ষ/২৮তম সংখ্যা/২রা
ফাল্গুন, ১৪৩১
অমরেন্দ্র চক্রবর্তী
সংখ্যা |
কবিতা
পিয়ালী সেন
নক্ষত্র
সেই খেলাতে
তুই ছিলি তোর সই
খেলার অপর সঙ্গীসাথি কই!
থাকবে কোথায় তোর হৃদয়ে ছাড়া
ঘুম নিলো তাই আকাশ ভরা তারা…
জানিস কি তুই সেই তারাদের ভিড়ে
একটি তারার দুচোখ ছিল নীড়ে
যে নীড়ে সেই বিনিদ্র রাত যাপন…
হাজার তারায় সেই তারাটাই আপন
পিয়ালী সেন
শোন মেয়ে
তোর চোখ কী বলে শোন
কাল ছিল তোর
রাত্রিজাগরণ..
কাল ছিল তোর
দিগন্তে চোখ মেলা
মনের ভেতর
সংগোপনের খেলা!
খেলার অপর সঙ্গীসাথি কই!
থাকবে কোথায় তোর হৃদয়ে ছাড়া
ঘুম নিলো তাই আকাশ ভরা তারা…
একটি তারার দুচোখ ছিল নীড়ে
যে নীড়ে সেই বিনিদ্র রাত যাপন…
হাজার তারায় সেই তারাটাই আপন
হাজার তারায় সেই তারাটাই আপন। সেই তারাটাই আপন।
ReplyDelete😊
Delete