প্রাপ্তমনস্কদের পত্রিকা

মননশীল কলমকে উৎসাহ দিতে... পড়ুন, পড়ান, আপনার মূল্যবান মতামত দিন।

ওয়েটিং লিস্টে আছি... | রতনলাল আচার্য্য

বাতায়ন/মাসিক/কবিতা/২য় বর্ষ/১৮তম সংখ্যা/২৩শে কার্ত্তিক , ১৪৩১ চৈতালী চট্টোপাধ্যায় সংখ্যা | কবিতা রতনলাল আচার্য্য ওয়েটিং লিস্টে আছি ....

Thursday, October 26, 2023

সোশ্যাল মিডিয়ায় সুন্দর মুখ/ছবি, সাহিত্যে তার প্রভাব | মুখবইতে সুন্দর মুখের জয় | শুভ্রকান্তি মজুমদার

বাতায়ন/অন্য চোখে/১ম বর্ষ/২৩তম সংখ্যা/১০ই কার্তিক, ১৪৩০

অন্য চোখে
সোশ্যাল মিডিয়ায় সুন্দর মুখ/ছবি, সাহিত্যে তার প্রভাব
শুভ্রকান্তি মজুমদার

মুখবইতে সুন্দর মুখের জয়


আগে আমরা কবি-লেখক-সাহিত্যিকদের বাহ্যিক রূপ কেমন, তাঁরা কে কেমন দেখতে এটা নিয়ে ভাবিত ছিলাম না, সাহিত্যিকরাও ভাবিত ছিলেন না। উদাহরণ হিসেবে বলতে পারি অমিয় চক্রবর্তী, শক্তি, সুনীল, তারাপদ রায়, কেতকী কুশারী, নবনীতা দেবসেন, কবিতা সিংহ, বিজয়া মুখোপাধ্যায়, শরৎ মুখোপাধ্যায়, প্রনবেন্দু দাসগুপ্ত, শীর্ষেন্দু মুখোপাধ্যায় ইত্যাদি এঁরা কেমন দেখতে, সুন্দর না কুৎসিত তা জানতামই না, না জেনেই এঁদের বা আরো অনেকের লেখার অনুরাগী হয়েছি। এঁরাও নিজেদের চেহারা মুখশ্রী ডিসপ্লে বা এক্সিবিট করার কথা ভাবেননি। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় দেখতে কেমন, মানুষ তাঁকে দেখে কখনই তাঁর রূপ বিচার করে তাঁকে শ্রেষ্ঠত্বের আসনে বসায়নি, বিচার করেছে তাঁর সাহিত্য কর্ম। প্রকৃতপক্ষে আগে মানুষ ভাবতেই পারত না লেখক বা লেখিকা দেখতে কেমন! তিনি কি সুন্দর সুঠাম সুপুরুষ? নাকি তিনি আগুন ঝরানো রূপের অধিকারিনী, যৌবন মদমত্তা? না! এসব ভাবনা আগের দিনে ছিল না‌।

তারপর একদিন টেলিভিশন এল, মোবাইল ফোন এল, স্মার্ট ফোন এল, মানুষের ভাবনাচিন্তার বদল শুরু হল। দিন বদলালো, আমরা বদলালাম, মানুষ বদলালো একটা আমূল পরিবর্তন এল মানুষের জীবন ও চেতনায়, অন্তর্জালে মুখবই আসার পর। খুব দ্রুত সাহিত্যের আঙ্গিকও বদলে গেল।

খুব উঁচু মানের সাহিত্যিকরা সরাসরি এই মঞ্চে না থাকলেও আড়াল থেকে বেশ নজর রাখেন তা ঠাওর করা যায়। তার পরের স্তরের সাহিত্যকরা সরাসরিই এই মঞ্চে নিয়মিত চলাফেরা করেন। তাঁদের অনেকেই সুন্দর ও সুন্দরী, যথাক্রমে পণ্ডিত ও বিদুষীও। নিজেদের সম্পর্কে এই বিষয়ে সম্যক অবহিত হওয়ায় তাঁদের অনেকেই তাঁদের সাহিত্য তথা অতুলনীয় সৃজনকর্ম এই মঞ্চে উপস্থাপিত করেন তাঁদের মূল্যবান পোশাক, অলঙ্কার দিয়ে নিজেদের যথাসম্ভব সুসজ্জিত করে, সেই সুশোভিত চিত্র সহকারে। পাঠককুল হর্ষে উল্লসিত হয় উপস্থাপিত সাহিত্য ও তাঁদের প্রিয় স্রষ্টার নয়নাভিরাম সৌন্দর্য উপভোগ করে, পুলকিত হয়, উল্লসিত হয় মনে মনে। সাহিত্য এগিয়ে চলে সঙ্গে থাকে সুন্দর সুসজ্জিত সুশোভিত মুখগুলি। সুন্দর মুখের সৃষ্ট এই সাহিত্য ও স্রষ্টাদের সুন্দর মুখগুলিকে নিয়ে সাহিত্যের এই জয়ধ্বজা পতপত করে উড়তে উড়তে এগিয়ে চলে উল্কাগতিতে। সুন্দর মুখের জয় সর্বত্র, এখন সাহিত্যেও সুন্দর মুখের জয়, অন্তত মুখবই তথা সোশ্যাল মিডিয়ায়।

সমাপ্ত

2 comments:

মোহিনীমায়া


Popular Top 10 (Last 7 days)