বাতায়ন/মাসিক/কবিতাণু/২য় বর্ষ/২৮তম সংখ্যা/২রা
ফাল্গুন, ১৪৩১
অমরেন্দ্র চক্রবর্তী সংখ্যা | কবিতাণু
প্রদীপ সরকার
স্মৃতিরা
চড়ুই পাখি ও অন্যান্য
স্মৃতিরা
চড়ুই পাখি
মৃত্যুহীন
কবিতার ধুলো
চলে যেতে
জানে তাই
যেমন আসে তেমনই চলে যায়
মরমের স্পর্শে অমর সে মুহূর্তগুলো
বিরহের নীলাভ অক্ষর দিয়ে লিখে যায়
শরীর জুড়ে যন্ত্রণার মৃত্যুহীন কবিতা
দহনের পরেও ধুলো হয়ে উড়ে বেড়ায়
গোধূলির রং মাখা অভিসারী হাওয়ায়।
পীতাম্বরী
স্মৃতিরা জাগে
আগামী আসুক
হেসে খেলে
আজকের রাত চলে গেলে
নতুন সকাল দেবে আনন্দ আশিষ
তবু বিষ বুকে নিয়ে অচেনা সকালে
স্মৃতিরা অতিথি হয় মনের ঘরে
ময়নাতদন্তে উঠে আসে মরণের ছায়া
শুধু পীতাম্বরী স্মৃতিরা হেঁটে চলে।
এভাবে
কি...
অর্জুন কবে
বীর ছিল
কৃষ্ণ যদি সারথি না হতো!
কবেই ফাল্গুনী অক্কা পেয়ে যেত।
এসব বলে সব্যসাচীর করতে বদনাম
ভুলেই গেছ গীতার বাণী কৃষ্ণকথা
এভাবে কি আড়াল হবে সব কালো
এভাবে কি লুকানো যায় নিজের ব্যর্থতা?
প্রদীপ সরকার
দিন আসে দিন
চলে যায়
কিছু
অবিস্মরণের স্মৃতিকথা
রেখে যায়
ভালবেসে;
রয়ে যায়
হৃদয়ের বাম দিক ঘেঁসে।
স্মৃতি পথে
ফিরে আসে শতবার
মন ভরে দিতে
রোমন্থন সুবাসে।
যেমন আসে তেমনই চলে যায়
মরমের স্পর্শে অমর সে মুহূর্তগুলো
বিরহের নীলাভ অক্ষর দিয়ে লিখে যায়
শরীর জুড়ে যন্ত্রণার মৃত্যুহীন কবিতা
দহনের পরেও ধুলো হয়ে উড়ে বেড়ায়
গোধূলির রং মাখা অভিসারী হাওয়ায়।
আজকের রাত চলে গেলে
নতুন সকাল দেবে আনন্দ আশিষ
তবু বিষ বুকে নিয়ে অচেনা সকালে
স্মৃতিরা অতিথি হয় মনের ঘরে
ময়নাতদন্তে উঠে আসে মরণের ছায়া
শুধু পীতাম্বরী স্মৃতিরা হেঁটে চলে।
কৃষ্ণ যদি সারথি না হতো!
কবেই ফাল্গুনী অক্কা পেয়ে যেত।
এসব বলে সব্যসাচীর করতে বদনাম
ভুলেই গেছ গীতার বাণী কৃষ্ণকথা
এভাবে কি আড়াল হবে সব কালো
এভাবে কি লুকানো যায় নিজের ব্যর্থতা?
দারুন লাগলো পড়ে। অনেক শুভেচ্ছা।
ReplyDelete