বাতায়ন/মাসিক/কবিতাগুচ্ছ/২য় বর্ষ/২৮তম
সংখ্যা/২রা ফাল্গুন, ১৪৩১
কবিতাগুচ্ছ
| অমরেন্দ্র চক্রবর্তী | ঢেউ
অমরেন্দ্র চক্রবর্তী
ঢেউ
ঢেউয়ে ডুবলো
আশা
ঢেউ কাড়লো ভাষা
ঢেউ দুর্বিনয়
ঢেউয়ের তোড়ে
ভাসি
ঢেউ আঁকড়ে বাঁচি
ঢেউই হন্তারক
ঢেউ এক
বিস্ময়
দাঁতাল দুঃসময়
ছন্দ-তালের হক
এ ঢেউ সে
ঢেউ নয়
তোমার আমার নয়
এ ঢেউ অসময়
দুই পা
জড়িয়ে রাখে
চোরা ঘূর্ণিও ডাকে
ঢেউ ভয়ানক খেলা
চারদিকে ঢেউ
ওঠে
ঢেউয়ে বউ মাথা কোটে
গ্রাম বিধবার মেলা।
অমরেন্দ্র চক্রবর্তী
ঢেউয়ে ভাসছে
ভয়
ঢেউয়ে নাচছে
লয়
ঢেউই তো
অক্ষয়
ঢেউ কাড়লো ভাষা
ঢেউ দুর্বিনয়
ঢেউ আঁকড়ে বাঁচি
ঢেউই হন্তারক
দাঁতাল দুঃসময়
ছন্দ-তালের হক
তোমার আমার নয়
এ ঢেউ অসময়
চোরা ঘূর্ণিও ডাকে
ঢেউ ভয়ানক খেলা
ঢেউয়ে বউ মাথা কোটে
গ্রাম বিধবার মেলা।
No comments:
Post a Comment