বাতায়ন/মাসিক/কবিতা/২য় বর্ষ/২৮তম সংখ্যা/২রা
ফাল্গুন, ১৪৩১
অমরেন্দ্র চক্রবর্তী সংখ্যা | কবিতা
হীরক বন্দ্যোপাধ্যায়
ধুতরো
ফুল
হীরক বন্দ্যোপাধ্যায়
ঘুমোনোর আগে ফোনে চার্জ দিয়ে রেখো
গত জন্মের গার্লফ্রেন্ডকে কাল স্বপ্নে দেখলাম
ভোরবেলা হয়তো কেউ কবিতা শোনাবার অছিলায়
এক মোক্ষম ঠুংরি শুনিয়ে যাবে অভিমানে নিবিড়
তখন সারাটা দিন তোমার মিউজিক ওয়ার্ল্ড...
তুমি জানো আমার নিজস্ব কোনো নারী নেই
আরে বাবা নেই মানে নেই তুমি জানো আমার জীবন বেণীমাধব শীলের ফুল পঞ্জিকা কিন্তু বিশ্বাস করো
আজ যে কী হয়েছে জানিনা শুধু বৃষ্টি বৃষ্টি আর বৃষ্টি
এক অলৌকিক অসুখ কবিতা হয়ে ধরা দিয়েছে
যেন বিষণ্ণ জ্যামিতি যেন অনাদরের ধুতরো ফুল
জানি ইটস আনফেয়ার, এতদিন বাদে ইট শ্যুড নট ডান, টাইমলাইনের প্রতিটি পাতা ভরে উঠেছে নির্জন জলপ্রপাতে...
এই যে নেই নেই করেও ভীষণ ভাবে রয়ে গেছি
তোমার মসনদে সে-তো তোমার জন্যেই, মহীয়সী...
No comments:
Post a Comment