বাতায়ন/মাসিক/কবিতা/২য় বর্ষ/২৮তম সংখ্যা/২রা
ফাল্গুন, ১৪৩১
অমরেন্দ্র চক্রবর্তী সংখ্যা | কবিতা
অর্ণব
সামন্ত
লালিত্যে
সাহিত্যে
সেই তুই
লালিত্যে গ্রহণে বুঝিয়েছিলি
শ্রাবণের
ধারাপাতের অগ্নি দাবানলের থেকে ভয়ংকর
সেই তুই
বুঝিয়েছিলি মধ্যদিন ও মধ্যরাতের পার্থক্য
সেই তুই
মধ্যশরীরে অনুভব করিয়েছিলি
আত্মার সঙ্গে আত্মার সংঘর্ষে পরমাত্মীয় তৃষ্ণা জেগে ওঠে
যুবতীজ্যোৎস্নার ক্ষুধা জ্যোৎস্না দিয়েই মেটাতে হয়
সংস্কারের খোলস বদলাতে বদলাতে বদলাতে
শরীরও পঞ্চভূতে বিলীন হয় জ্যোতিঘন অবয়বের লাস্যে
সেই প্রথম কথার শরীর ছেনে ছেনে ছেনে
ভাবনার ভাস্কর্য বানিয়েছিলাম চিলেকোঠায়
সেই সময় গুলিয়ে গেছিল মাধ্যাকর্ষণের টানে
আপেল আপতিত নাকি আপেলের টানে মাধ্যাকর্ষণ আপতিত
সময়ের সুসময় কুসময় বলে কিছু নেই
তবু সেই সময়কে মোহর করে দ্রাঘিমাংশ করে
রেখে দিই হৃদয়ের দেরাজে সাত সাত জন্মের হলুদ ফুল
সেই তুই মল্লারের বুকে দীপক আনিস
সেই তুই দীপকের গর্ভে মল্লারের বেনো জলের ছলাৎছলাৎ
ঝংকারে ঝংকারে বিদ্যুচ্চমকও ফিকে ফিকে লাগে
নীল নীল বিষ মন্থনে মন্থনে অমৃত কিসসার সুখ
সেই তুই জীবন ছোট ক্যানে ছোট ক্যানে বলে
খেদকে নিয়ে যাস সাধ্যের বাইরে অনির্বচনীয় মুক্তির প্রসবে!
আত্মার সঙ্গে আত্মার সংঘর্ষে পরমাত্মীয় তৃষ্ণা জেগে ওঠে
যুবতীজ্যোৎস্নার ক্ষুধা জ্যোৎস্না দিয়েই মেটাতে হয়
সংস্কারের খোলস বদলাতে বদলাতে বদলাতে
শরীরও পঞ্চভূতে বিলীন হয় জ্যোতিঘন অবয়বের লাস্যে
সেই প্রথম কথার শরীর ছেনে ছেনে ছেনে
ভাবনার ভাস্কর্য বানিয়েছিলাম চিলেকোঠায়
সেই সময় গুলিয়ে গেছিল মাধ্যাকর্ষণের টানে
আপেল আপতিত নাকি আপেলের টানে মাধ্যাকর্ষণ আপতিত
সময়ের সুসময় কুসময় বলে কিছু নেই
তবু সেই সময়কে মোহর করে দ্রাঘিমাংশ করে
রেখে দিই হৃদয়ের দেরাজে সাত সাত জন্মের হলুদ ফুল
সেই তুই মল্লারের বুকে দীপক আনিস
সেই তুই দীপকের গর্ভে মল্লারের বেনো জলের ছলাৎছলাৎ
ঝংকারে ঝংকারে বিদ্যুচ্চমকও ফিকে ফিকে লাগে
নীল নীল বিষ মন্থনে মন্থনে অমৃত কিসসার সুখ
সেই তুই জীবন ছোট ক্যানে ছোট ক্যানে বলে
খেদকে নিয়ে যাস সাধ্যের বাইরে অনির্বচনীয় মুক্তির প্রসবে!
No comments:
Post a Comment