বাতায়ন/মাসিক/কবিতাগুচ্ছ/২য় বর্ষ/২৮তম
সংখ্যা/২রা ফাল্গুন, ১৪৩১
কবিতাগুচ্ছ
| অমরেন্দ্র চক্রবর্তী | স্বপ্নে-দুঃস্বপ্নে
অমরেন্দ্র চক্রবর্তী
স্বপ্নে-দুঃস্বপ্নে
মানুষের
দুঃখ শোক ক্রোধ থেকে জেগে ওঠা শব্দ তো জানেই।
এইসব শব্দের হৃদয়ে পাখিদের মতন খড়কুটো জোগাড়ের
স্বপ্ন আজও কেউ কেউ দ্যাখে।
এমনই
স্বপ্নের মধ্যে অন্ধকারে ঘুম ভেঙে হঠাৎই হাৎড়াই
রমণীর বুক
হাত লেগে চমকে উঠি
দুই বুক আত্মঘাতী বিস্ফোরকে ভরা
এই ভয় জানে কি সব স্বপ্নচুর শব্দের ভাঁড়ার।
অমরেন্দ্র চক্রবর্তী
ভালোবাসা
ছাড়া আর জীবনে দেবার কিছু নেই
ভালোবাসা
ছাড়া আর জীবনে নেবার কিছু নেই
ধানখেত
ছুঁয়ে যে হাওয়া দূরে বয়ে যায়,
এইসব শব্দের হৃদয়ে পাখিদের মতন খড়কুটো জোগাড়ের
স্বপ্ন আজও কেউ কেউ দ্যাখে।
রমণীর বুক
হাত লেগে চমকে উঠি
দুই বুক আত্মঘাতী বিস্ফোরকে ভরা
এই ভয় জানে কি সব স্বপ্নচুর শব্দের ভাঁড়ার।
খুব ভালো লাগলো।
ReplyDeleteভালো লাগলো পড়ে।
ReplyDelete