বাতায়ন/ত্রৈসাপ্তাহিক/কবিতা/২য়
বর্ষ/৩য়/বীথি চট্টোপাধ্যায় সংখ্যা/১১ই জ্যৈষ্ঠ, ১৪৩১
কবিতা
রানা জামান
পরিমিত চিন্তা উড়ায় সাদা পায়রা
অসর্তক হলে ট্র্যাকচ্যুত হয়ে যায় ট্রেন
বাসা থেকে ছিটকে আহত পাখির ছানা
তছনছ হয়ে যায় সাজানো বাগান
চলকে পড়ে জল মুঠোধরা গ্লাস থেকে
বাসা থেকে ছিটকে আহত পাখির ছানা
তছনছ হয়ে যায় সাজানো বাগান
চলকে পড়ে জল মুঠোধরা গ্লাস থেকে
গভীর কারণে মনের সাগরে উঠে থাকে ঢেউ
তরঙ্গ বিনষ্ট করে সাবলীল জলের প্রশান্তি
ঘাসের শিশির ঝরে গেলে বেশ সৌন্দর্যের হানি
পলি পড়তে থাকে বহতা নদীর যৌনাঙ্গে
তরঙ্গ বিনষ্ট করে সাবলীল জলের প্রশান্তি
ঘাসের শিশির ঝরে গেলে বেশ সৌন্দর্যের হানি
পলি পড়তে থাকে বহতা নদীর যৌনাঙ্গে
গ্লাসে পুরো কিংবা আধা জল পানে তৃপ্তি
নিড়ানির ত্রুটি ঘাতকের সৃষ্টি বিলাসী বাগানে
আন্দোলিত ডালে টিকে থাকে না পাখির বাসা
সাগরের অন্তঃস্রোত ভাল কখনো-বা ক্ষতি
নিড়ানির ত্রুটি ঘাতকের সৃষ্টি বিলাসী বাগানে
আন্দোলিত ডালে টিকে থাকে না পাখির বাসা
সাগরের অন্তঃস্রোত ভাল কখনো-বা ক্ষতি
হিসেবের ঘুড়ি কখনো হয় না ভোকাট্টা
সংবরণের সুর না-হোক তৃষ্ণা কাতর
সতর্কতা পুরো থাক পানিরাখা গ্লাস ধরায়
পরিমিত চিন্তা নিয়ন্ত্রণ করে শরীরের ক্রিয়া।
সংবরণের সুর না-হোক তৃষ্ণা কাতর
সতর্কতা পুরো থাক পানিরাখা গ্লাস ধরায়
পরিমিত চিন্তা নিয়ন্ত্রণ করে শরীরের ক্রিয়া।
No comments:
Post a Comment