বাতায়ন/মাসিক/কবিতাগুচ্ছ/২য় বর্ষ/২৮তম
সংখ্যা/২রা ফাল্গুন, ১৪৩১
কবিতাগুচ্ছ | অমরেন্দ্র চক্রবর্তী | আলঝাইমারের
শুরু
কবি-পরিচিতিসহ
কবিতাগুচ্ছ
অমরেন্দ্র চক্রবর্তী
কবি-পরিচিতিসহ
কবিতাগুচ্ছ
অমরেন্দ্র চক্রবর্তী
"ষাটের দশকে তিনি 'কবিতা-পরিচয়'-এর জন্য খ্যাত হন, অথচ আড়ালে চলে যায় তাঁর নিজের কবিতার পরিচয়। সেই কবিও তো ধারাবাহিকভাবে আজও লিখে চলেছেন কবিতা।'— এ-কথা লিখেছেন শঙ্খ ঘোষ।"
আলঝাইমারের
শুরু
মেঘে-মেঘে
কী কথা ছিল ভুল হয়ে যায়,
আমার দুচোখ
ভরা চেনা পথ ভুল হয়ে যায়,
কোথায় কী গাছ ছিল,
ছায়া ছিল, ভুল হয়ে যায়,
রাতজাগা
বইগুলি ভুল হয়ে যায়,
আমার নিজের দেশ ভুল হয়ে যায়।
বজ্র ও বিদ্যুৎলিপি ভুল হয়ে যায়,
কবে যেন রামধনু এনে ঘর ভরিয়েছি ভুল
হয়ে যায়,
কবে
যেন রাস্তায় লোকের মাঝে কেঁদেছি খুব, ভুল হয়ে যায়।
কত কী বলবার ছিল ভুল
হয়ে যায় কত বড় দেশ ছিল ভুল হয়ে যায়।
অমরেন্দ্র চক্রবর্তী
মুগ্ধ। কবির জন্য রইল অনেক শ্রদ্ধা।
ReplyDeleteভালো লাগল
ReplyDelete