প্রাপ্তমনস্কদের পত্রিকা

মননশীল কলমকে উৎসাহ দিতে... পড়ুন, পড়ান, আপনার মূল্যবান মতামত দিন।

প্রথম ভালবাসা | অমল চ্যাটার্জী

বাতায়ন/ মাসিক / ছোটগল্প /২য় বর্ষ/২ ৮ তম সংখ্যা/ ২রা ফাল্গুন,   ১৪৩১ অমরেন্দ্র চক্রবর্তী সংখ্যা | ছোটগল্প অমল চ্যাটার্জী   প্রথম ভালবাসা ...

Saturday, February 15, 2025

কবিতাগুচ্ছ | অমরেন্দ্র চক্রবর্তী | আলঝাইমারের শুরু


বাতায়ন/মাসিক/কবিতাগুচ্ছ/২য় বর্ষ/২তম সংখ্যা/২রা ফাল্গুন, ১৪৩১
কবিতাগুচ্ছ | অমরেন্দ্র চক্রবর্তী | আলঝাইমারের শুরু
কবি-পরিচিতিসহ
কবিতাগুচ্ছ
অমরেন্দ্র চক্রবর্তী

"ষাটের দশকে তিনি 'কবিতা-পরিচয়'-এর জন্য খ্যাত হনঅথচ আড়ালে চলে যায় তাঁর নিজের কবিতার পরিচয়। সেই কবিও তো ধারাবাহিকভাবে আজও লিখে চলেছেন কবিতা।'— এ-কথা লিখেছেন শঙ্খ ঘোষ।"

 
আলঝাইমারের শুরু
 

আমার দুচোখ ভরা চেনা পথ ভুল হয়ে যায়,
কোথায় কী গাছ ছিল, ছায়া ছিলভুল হয়ে যায়,
রাতজাগা বইগুলি ভুল হয়ে যায়,
আমার নিজের দেশ ভুল হয়ে যায়।

 
মেঘে-মেঘে কী কথা ছিল ভুল হয়ে যায়,
বজ্র ও বিদ্যুৎলিপি ভুল হয়ে যায়,
কবে যেন রামধনু এনে ঘর ভরিয়েছি ভুল হয়ে যায়,
কবে যেন রাস্তায় লোকের মাঝে কেঁদেছি খুব, ভুল হয়ে যায়।
কত কী বলবার ছিল ভুল হয়ে যায় কত বড় দেশ ছিল ভুল হয়ে যায়।
 
সংক্ষিপ্ত কবি-পরিচিতি
অমরেন্দ্র চক্রবর্তী
 
'অমরেন্দ্র চক্রবর্তী কি একজন? ষাটের দশকে তিনি 'কবিতা-পরিচয়'-এর জন্য খ্যাত হন, অথচ আড়ালে চলে যায় তাঁর নিজের কবিতার পরিচয়। সেই কবিও তো ধারাবাহিকভাবে আজও লিখে চলেছেন কবিতা।'— লিখেছেন শঙ্খ ঘোষ।
 
১৯৯৭-এ প্রকাশিত হয় পঞ্চাশটি কবিতার সংগ্রহ- 'কবিতাসংগ্রহ'। তারপরে প্রকাশিত কবিতা-বই 'নদী জানে, কচি নিমপাতারাও জানে', 'মৃত্যুর অধিক এই মেরে ফেলা', 'ক্ষণের বচন', 'ভূমিকম্পের রাত' এবং ২০২৩-এ প্রকাশিত হয় 'আজ এই এনেছি গরল'
 
১৯৬২-র মার্চে প্রকাশিত প্রথম কবিতার বই 'বিক্ষত অন্বেষণ'। ওই সময়ই 'দেশ' 'পরিচয়' পত্রিকায় প্রকাশিত 'বিক্ষত অন্বেষণ'-এর ৩ ও ৬ সংখ্যক অংশ-দু'টি সম্ভবত অমরেন্দ্র চক্রবর্তীর পত্রিকায় মুদ্রিত প্রথম কবিতা।
 

2 comments:

  1. মুগ্ধ। কবির জন্য রইল অনেক শ্রদ্ধা।

    ReplyDelete
  2. ভালো লাগল

    ReplyDelete

মোহিনীমায়া


Popular Top 10 (Last 7 days)