বাতায়ন/রং/গল্পাণু/২য় বর্ষ/৩২তম সংখ্যা/২৯শে
ফাল্গুন, ১৪৩১
রং
| গল্পাণু
কেয়া নন্দী
চিরদিনের
"সেদিন দুলাল গম্ভীর মুখে বলল, ‘তোমার বোনের বায়না রক্ষার্থে কাল আমরা শান্তিনিকেতন যাচ্ছি।’ সারা রাস্তা নিশ্চুপ দুলাল। ভয় করছিল সুনীতার।"
আজকাল আয়নায়
আটকানো পুরনো টিপগুলোর মতো সুনীতার নিজেকে বেশ বিবর্ণ লাগে। তাই তো দুলাল আর…।
ভেসে আসা কুহুতানে বুকটা খাঁখাঁ করে।
সেদিন দুলাল
গম্ভীর মুখে বলল,
‘তোমার বোনের বায়না রক্ষার্থে কাল আমরা শান্তিনিকেতন যাচ্ছি।’ সারা রাস্তা নিশ্চুপ দুলাল। ভয় করছিল সুনীতার।
ডিনার শেষে
চারপাশ নিস্তব্ধ হলে দুলাল সুনীতাকে নিয়ে বাইরে সবুজ ঘাসের লনে বসল। খোঁপায় একটা
গোলাপ দিয়ে, গালে
আবিরের ছোঁয়া লাগিয়ে দুলাল সুনীতাকে বলে, ‘বোঝোই তো, সবদিক সামলে
আর হয়ে ওঠে না… কিন্তু তুমিই আমার চিরদিনের ‘পরী-নীতা’’। নিজের গালের একটু রং স্বামীর গালে লাগিয়ে লজ্জায় আরক্ত হয়ে যায় সুনীতা।
মাঘী
পূর্ণিমাতেই আবিরে-গুলালে রঙিন হয়ে ওঠে দুটি মন।
সমাপ্ত
No comments:
Post a Comment