বাতায়ন/রং/কবিতা/২য় বর্ষ/৩২তম সংখ্যা/২৯শে
ফাল্গুন, ১৪৩১
রং | কবিতা
পুনম বোস
ফেরি
মুখগুলো
অদ্ভুত রংতুলিতে এঁকে নিচ্ছে রোজনামচার জীবন
সহজিয়া যা কিছু ঢাকা ওই কঠিন পলেস্তরায়
গোপন অভ্যেসে উড়ে যায় শঙ্খচিল অবেলায়...
রং | কবিতা
পুনম বোস
সহজিয়া যা কিছু ঢাকা ওই কঠিন পলেস্তরায়
গোপন অভ্যেসে উড়ে যায় শঙ্খচিল অবেলায়...
দুঃখ শুকিয়ে
গেলে সেও ফেরি করে পুনর্জন্মের দু'ফোঁটা বিস্ময়...
কিছু রংহীন সমর্পণ দোল খায় আসন্ন ফাগুনে,
ওখানে
বিচিত্র মুখ এখনও রঙিন ঠোঁটে পাতে ফাঁদ, কথা বলে
পোড়া রং যেখানে হেঁটে গেছে নিঃশেষ পথে
সেখানে নাকি বসন্ত মুছে দেয় কপটের রং নিঃস্বার্থে অবলীলায়।
কিছু রংহীন সমর্পণ দোল খায় আসন্ন ফাগুনে,
সেখানে নাকি বসন্ত মুছে দেয় কপটের রং নিঃস্বার্থে অবলীলায়।
No comments:
Post a Comment