বাতায়ন/রং/কবিতাণু/২য় বর্ষ/৩২তম সংখ্যা/২৯শে
ফাল্গুন, ১৪৩১
রং | কবিতাণু
সুশান্ত সেন
আনন্দ ও অন্যান্য
আনন্দ
তুমি
এসেছিলে এক রক্তাভ সন্ধ্যায়
হেসেছিলে
পাশে এসে হাত ধরেছিলে
রক্তাভ সন্ধ্যায় হাঁটতে হাঁটতে
হাঁটতে হাঁটতে...
রং
কাছে এলে
হেসে ওঠে জীবনের রং
কাছে এলে সমুদ্র বিস্তার
উত্তাল সমুদ্র ঢেউ
সেই ঢেউয়ে কেবল ডুবে মরা ডুবে মরা।
আমি বলি
ডুবে বাঁচা ডুবে বাঁচো
হেসে ওঠে জীবনের রং।
তুলি
তিনি হাতে
খড়ি মাটি ও শলাকা নিলেন
গুহার ভেতর বসবাস
বাইরে উদ্দাম বৃষ্টি ঝরে পড়ছে
আঁকলেন বাইসন ও শিকারী
(কেঁপে উঠল মশালের আলো)
আলো কি তখন আবিষ্কৃত!
আজ তিরিশ
হাজার বৎসর পরে দেখছি।
আধো
আধো
সে হামা
শুরু করেছে
মারছে ছোট ছোট হাতে বাবা-মা-র মুখে
দাদাকে ডাকছে - এ এ এ
এখনো কথা ফোটেনি
এদিকে সব খাবারের দিকে হামলে পড়ছে।
সে হামা শুরু করেছে
এখনো কথা ফোটেনি
খুশির রঙে ভরে যাচ্ছে পৃথিবী।
রং | কবিতাণু
সুশান্ত সেন
হেসেছিলে
পাশে এসে হাত ধরেছিলে
রক্তাভ সন্ধ্যায় হাঁটতে হাঁটতে
হাঁটতে হাঁটতে...
কাছে এলে সমুদ্র বিস্তার
উত্তাল সমুদ্র ঢেউ
সেই ঢেউয়ে কেবল ডুবে মরা ডুবে মরা।
হেসে ওঠে জীবনের রং।
গুহার ভেতর বসবাস
বাইরে উদ্দাম বৃষ্টি ঝরে পড়ছে
আঁকলেন বাইসন ও শিকারী
(কেঁপে উঠল মশালের আলো)
আলো কি তখন আবিষ্কৃত!
মারছে ছোট ছোট হাতে বাবা-মা-র মুখে
দাদাকে ডাকছে - এ এ এ
এখনো কথা ফোটেনি
এদিকে সব খাবারের দিকে হামলে পড়ছে।
সে হামা শুরু করেছে
এখনো কথা ফোটেনি
খুশির রঙে ভরে যাচ্ছে পৃথিবী।
No comments:
Post a Comment